ইমরুলদের বিপক্ষে বিপর্যয়ে মুশফিকরা

ছবি: ছবিঃ- আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা।
সোমবার (২৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়িয়েছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইম্রুল কায়েসের সবুজ দলের বিপক্ষে লাল দলের সংগ্রহ ১৩ ওভারে তিন উইকেটে ৮৫ রান। ব্যাটিং করছেন আফিফ হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হয়ে ফিরেছেন লিটন দাস, সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম।
প্রথম প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে লাল দল। যে দলে খেলেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেনরা।
সবুজ দলের ছুঁড়ে দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৪ রানেই গুঁটিয়ে যায় লাল দল।