promotional_ad

সাকিবের কাছে উত্তর আছে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মের বাইরে গিয়ে গ্রামীণফোনের সাথে চুক্তি করেছেন সাকিব আল হাসান। এর ফলে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, শ্রীঘ্রই বিসিবির নোটিশের জবাব দেবেন তিনি। এই নোটিশের জবাব আছে তাঁর কাছে। এরপরই এই বিষয়ে খোলাখুলি কথা বলবেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'এই বিষয়টি স্পর্শকাতর। যেহেতু এখন আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। স্বাভাবিক ভাবেই আমার একটা উত্তর থাকবে। উত্তরটা যখন যাবে, এগুলো শেষ হলে খোলামেলা আলাপ করা যাবে।'


গত মঙ্গলবার দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হন সাকিব। ২০১৫ সালে আরেক টেলিকম অপারেটর রবির সঙ্গে বিসিবির চুক্তি ছিল। তবে অন্য টেলিকম অপারেটরদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি থাকায় সে সময় বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হয়েছিল বিসিবিকে।


এরপরই তাঁরা নিয়ম করেন কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তির আগে বিসিবির অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। যদিও এই নিয়ম না মেনেই এবার গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এর আগে আরেক টেলিকম কোম্পানি বাংলালিংকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball