কক্সবাজারে ব্যাট হাতে উজ্জ্বল সাইফ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২৪১/৩, ওভার- ৭৭

সাইফ ৫৬*, তাইবুর ২*; রুবেল ১/৫৪, মইনুল ১/৩৭
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ১১১.১ ওভারে ৩৭১/১০ (বিজয় ১২৬, তুষার ৫৫; সুমন ৩/৫১, তাইবুর ৩/৪১)।
সাইফের হাফ সেঞ্চুরিঃ জাতীয় লিগের এবারের আসরে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সাইফ হাসান। ঢাকা বিভাগের হয়ে তিনে নামা এই ব্যাটসম্যান ইতোমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫৬ রান নিয়ে উইকেটে আছেন এই ডানহাতি।
তাঁর সঙ্গে উইকেটে আছেন দারুণ ফর্মে থাকা তাইবুর রহমান। ঢাকা বিভাগের সংগ্রহ ২৪১ রান, খুলনা থেকে ১৩০ রানে পিছিয়ে দলটি।
এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৭১ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। ১২৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান খেলেছেন ৫৫ রানের ইনিংস।