promotional_ad

সাকিব-তামিমদের প্রথম দাবি সহসাই পূরণ হচ্ছে না

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


হঠাৎ-ই উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। সোমবার দুপুরে ৫০-৬০ জন ক্রিকেটার একত্রিত হয়ে ডেকে বসেছেন ধর্মঘট। ১১ দফা দাবি জানিয়ে বলে দেয়া হয়েছে, এই দাবি না মানা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করবেন না তারা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা যে ১১ দফার কথা বলেছেন, এর মধ্যে অন্যতম ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বর্তমান কমিটির পদত্যাগ।


যদিও কোয়াবের বর্তমান কমিটি পদত্যাগ করার কথা ভাবছে না। বর্তমান কমিটিও নতুন নেতৃত্বের পক্ষে, তবে সেটা পদত্যাগ করে নয়। ক্রিকফ্রেঞ্চিকে এমনই জানিয়েছেন কোয়াবের প্রেসিডেন্ট পদে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। তিনি জানিয়েছেন, সময়-সুযোগ বুঝে দ্রুতই নির্বাচন করে নতুন কমিটি করা হবে। আর এটা ক্রিকেটারদের চাওয়া মতোই হবে।


পদত্যাগের দাবির বিষয়ে নাঈমুর রহমান বলেছেন, ‘পদত্যাগ করা না করা তো ব্যাপার না। ওদের দাবি, কোয়াবের নেতৃত্ব প্লেয়াররা ঠিক করবে। এটা আগেও কিন্তু প্লেয়াররা ঠিক করেছে। সামনেও সময়-সুযোগ মতো তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করা হবে। সেখানে ওরা ঠিক করবে নেতৃত্ব। অবশ্যই নতুন করে সাজানো হবে, আমাদেরও অনেকদিন হলো। নতুন নেতৃত্ব তো আসা উচিত। ওদের সঙ্গে আলাপ করে, যখন প্লোয়ারদের সময় থাকবে ওই সময় সম্মেলন করে নতুন কমিটি ওরা করবে, সমস্যা নেই।’



promotional_ad

ক্রিকেটারদের ধর্মঘট সম্পর্কে কোয়াব আগে থেকে কিছুই জানতো না। কোয়াককে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন নাঈমুর রহমান। যে কারণে আপাতত ক্রিকেটারদের ১১ দফা দাবি বাস্তবায়নে কোয়াবের কোনো অবস্থান নেই। বিষয়টি বোর্ডের ওপর ছেড়ে দিচ্ছেন নাঈমুর রহমান।


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘এই আন্দোলনটা কোয়াবের মাধ্যমে হয়নি। কোয়াব এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত নয়। আর ওরা কোয়াবের সাথে আলাপ-আলোচনা করে এটা করেনি। ওদের দাবি দাওয়া বোর্ডে এলে তখন বোর্ডে আলোচনা হবে। ক্রিকেটাররা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, ওরা ওদের মতো করেছে।’


যোগাযোগ না করলেও ক্রিকেটারদের ১১ দফার বেশিরভাগ দাবি যৌক্তিক মনে হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের কাছে। নাঈমুর রহমান বলছেন, ‘ওদের দাবি দাওয়া অনেকাংশে যৌক্তিক। ক্রিকেটের ভালোর জন্য বা ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও ভালোর করার সুযোগ আছে। এই দাবিগুলো বিভিন্ন সময় বোর্ডের কাছে আমাদের পক্ষ থেকেও ছিল।’


‘এর আগে যে টুর্নামেন্ট কমিটির যে মিটিং হলো, সেখানেও বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আলাপ হয়েছে। যেমন সুযোগ-সুবিধা, হোটেল, ট্রান্সপোর্ট, ডেইলি অ্যালাউন্স এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো বাস্তবায়ন তো টুর্নামেন্ট কমিটি বা বোর্ডের ব্যাপার। আমাদের পক্ষ থেকে এগুলো ছিল, বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। বেশ অনেকদিন যাবৎ এসব আলাপ-আলোচনায়।’



ক্রিকেটারদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে কোয়াবের জন্ম হয়েছিল। ২০০৮ সাল থেকে বর্তমান কমিটি বহাল আছে। ১১ দফা দাবিতে আন্দোলনে নাম লেখানো ক্রিকেটাররা মনে করেন, ১১ বছর ধরে বহাল থাকা কোয়াবের বর্তমান কমিটি তাদের কোনো কাজেই আসছে না। 


ক্রিকেটারদের কোনো কার্যক্রমেই কোয়াবের সমর্থন পাওয়া যায় না বলে দাবি করেছেন ক্রিকেটাররা। যে কারণেই কোয়াবের বর্তমান প্রেসিডেন্ট নাঈমুর রহমান দুর্জয় ও সদস্য সচিব দেবব্রত পালের পদত্যাগ চেয়েছেন তাঁরা। এই দায়িত্বে কারা থাকবেন সেটা নিশ্চিত করতে চান ক্রিকেটাররা।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball