মাহমুদউল্লাহর সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ২৪৬/১০ (৮৩.৪ ওভার) (মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪; রেজাউর ৪/৭৫)

সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৯/১০ (৮৪.৫ ওভার) (জাকের ৭১, জাকির ৭১*; আবু হায়দার ৫/৫৫)
ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ২৫০/৬ (১০৫ ওভার) (মাহমুদউল্লাহ ১০৫*, শহিদুল ৪২*; ইমরান ২/৩৫)
মাহমুদউল্লাহর সেঞ্চুরিঃ
৯৫ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর চলতি জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকা মেট্রোর অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে ক্রিজে ১০৫ রানে অপরাজিত আছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ রান।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগ থেকে ১৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ছয় উইকেটে ২২৫ রান।