২০ তারিখ আসবেন ডমিঙ্গো-ল্যাঙ্গেভেল্ট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে আসন্ন ভারত সফরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে ফিরবেন দুই প্রোটিয়া রাসেল ডমিঙ্গো এবং চার্ল ল্যাঙ্গেভেল্ট।
চলতি মাসে শ্রীলঙ্কায় চলমান বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের খেলা দেখতে সেখানে গিয়েছিলেন এই দুজন। সেখান থেকে ঢাকা হয়ে রবিবার দিন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন তারা।

এর আগে জানা গিয়েছিল ২৫ তারিখ ক্যাম্প শুরুর আগে বাংলাদেশে আসবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছিলেন। আকরাম খান বলেছিলেন, '২৫ তারিখ থেকে ভারত সিরিজের ক্যাম্প শুরু হবে আমাদের। এই সিরিজের আগে ভেট্টরি বাংলাদেশে আসবে।'
আগেই জানা ছিল, নভেম্বরে ভারত সিরিজের আগে স্পিনারদের দায়িত্ব নেবেন ভেট্টরি। সাবেক কিউই অধিনায়ক অবশ্য ১০০ দিনের জন্য কাজ করবেন বাংলাদেশ দলে।
অন্যদিকে চার দিনের ম্যাচ শেষে এনসিএল খেলতে মঙ্গলবার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে মুমিনুল হক, জহুরুল ইসলাম অমি, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান মিরাজ এবং সাদমান ইসলাম অনিকের।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি তাদের। এর আগে ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে শ্রীলঙ্কা গিয়েছেন পাঁচ ক্রিকেটার।
তাঁরা হলেন আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ এবং আবু হায়দার রনি। ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। ১২ অক্টোবর কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।