বিপিএলে চোখ খালেদের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার লক্ষ্য স্থির করেছেন খালেদ আহমেদ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি।
চলতি বছরের জুলাইতে হাটুতে চোট পান খালেদ। গুরুতর চোট পাওয়ার ৪ মাসের জন্য ছিটকে যেতে হয় এই পেসারকে। সেরে ওঠার জন্য যেতে হয়েছে ছুরি কাঁচির নিচে।

বিসিবি’র ফিজিও বায়েজিদুল ইসলাম খানের অধীনে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া।সেপ্টেম্বরের শেষের দিকে শুরু করেছেন রানিং। দ্রুত বোলিং শুরু করবেন বলে আশাবাদী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই তরুন।
খালেদ বলেন, 'এখন রিহ্যাবে আছি, এর শেষ বলতে কিছু নেই। ভালো হয়ে গেলে এটা চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ এখন ৭০ ভাগ ঠিক আছি। নভেম্বরের শেষের দিকে আমাকে ছাড় দিবে।
আশা করছি এর মধ্যে সব শেষ হয়ে যাবে। এরপরই বোলিং শুরু করবো। বিপিএল হলে, বিপিএল দিয়ে ফেরার আশা করছি। এখন বায়েজিদ ভাইর অধীনে আছি। উনি যা পরামর্শ দিচ্ছেন তাই করছি। এর উর্ধে যাওয়া যাবে না।'
গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা খালেদ ম্যাচ খেলেছেন মাত্র ২টি। সবশেষটি ছিল চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে। দুই ম্যাচ থেকে একটি উইকেটও নিতে পারেননি এই ডানহাতি পেসার।