আরব আমিরাতের হয়ে খেলবেন বাংলাদেশি তাসিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এবারের এশিয়া কাপে অংশ নেবেন বাংলাদেশি তাসিন রহমান। এই প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে আরব আমিরাতের হয়ে খেলতে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে এবারের আসর। ৬ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এই ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে অলরাউন্ডার তাসিনের।

বুধবার (২৮ আগস্ট) দলের সঙ্গে শ্রীলঙ্কার উদ্দেশে আমিরাত ছেড়েছেন তিনি। শুধু এশিয়া কাপে নয়, আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে দুবাইয়ে বসবাসরত তাসিনের।
আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে যুব দলে সুযোগ পেয়েছেন তিনি। এবারের যুব এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। বাংলাদেশকে রাখা হয়েছে 'বি' গ্রুপে।
বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকছে আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং নেপাল। গ্রুপ 'এ' তে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েত।