মেয়েদের ক্রিকেট নিয়ে আইসিসির বিশেষ আয়োজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বের প্রতিটি প্রান্তে মেয়েদের ক্রিকেট ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিচ্ছে আইসিসি।
স্কটল্যান্ডের ফরফারশায়ার ক্রিকেট ক্লাবে শুরু হতে যাওয়া বাছাই পর্বের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ছয়টি ক্যামেরার মাধ্যমে সম্প্রচার করা হবে। আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে সরাসরি সম্প্রচার।

আইসিসির মিডিয়া রাইটসের প্রধান আরতি দাবাস বলেন, 'প্রথমবারের মতো আমরা আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ সরাসরি সম্প্রচার করতে যাচ্ছি। এটা মেয়েদের ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য অনেক বড় পদক্ষেপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ বিশ্বকাপের সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার একটি চেষ্টা।'
'পরবর্তী বিশ্বকাপের আগে মেয়েদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে এই সম্প্রচারের ব্যবস্থা। ম্যাচ সরাসরি সম্প্রচার, সংবাদ, ম্যাচ বিশ্লেষণ, লাইভ স্কোর আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আমরা ভক্তদের মেয়েদের ক্রিকেটের সঙ্গে আরও সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে চাচ্ছি।'
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ২০২০ নারী বিশ্বকাপের বাছাই পর্ব। আট দিনের এই টুর্নামেন্টে অংশ নিবে আটটি দল। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড-আমেরিকা।