মুশফিক-মিরাজের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯১ রানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তামিম ইকবালের দল। সিরিজে ফেরার লক্ষ্যে সোমবার দিমুথ করুনারত্নের দলের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। সেই লক্ষ্যে টসে জিতে এখন ব্যাট করছে তামিমবাহিনী।
মুশফিক-মিরাজের ব্যাটে লড়ছে বাংলাদেশঃ
ক্যারিয়ারের ৬০০০ রান পূরণ করার দিন দলের স্বার্থে বাড়তি দায়িত্ব নিয়ে খেলে যাচ্ছেন উইকেটরক্ষক মুশকিকুর রহিম। বাকি ব্যাটসম্যানরা তাঁকে সঙ্গ না দিলেও একপ্রান্তে থিতু হয়ে খেলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এই দুজনের জুটিতেই লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সাব্বির-মোসাদ্দেকের বিদায়ঃ

সাজঘরে ৪ ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাব্বির রহমানও। রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন এই ব্যাটসম্যান। খানিক পর ১৩ রান করা মোসাদ্দেককে বিদায় করেন ইসুরু উদানা।
সাজঘরে মিঠুন-রিয়াদঃ
দুই ওপেনারকে হারানোর পর তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম মিলে দলের হাল ধরার চেষ্টা করছিলেন। দুজন মিলে দেখে শুনে খেলে দলকে বিপদমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
তাঁদের এই চেষ্টায় বাঁধা হয়ে দাঁড়ান লঙ্কান স্পিনার আকিলা ধঞ্জয়া। ডানহাতি এই স্পিনারের বলে মিড উইকেট অঞ্চলে ক্যাচ দিয়ে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বসেন মিঠুন। ২৩ বলে ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।
অলরাউন্ডার সাকিব আল হাসান তিন নম্বর পজিশনের নিয়মিত মুখ হলেও চলতি সিরিজে তিনি না খেলায় এই পজিশনের দায়িত্ব দেয়া হয় মিঠুনকে। সিরিজের প্রথম ম্যাচেও এই পজিশনে নেমে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।
মিঠুন বিদায় নেয়ার খানিক পর মাহমুদউল্লাহ রিয়াদকেও সাজঘরে ফেরত পাঠান এই স্পিনার। ১৮ বলে ৬ রান করে ধনঞ্জয়ের স্পিনে বোল্ড হন এই ব্যাটসম্যান।
ব্যর্থ ওপেনিং জুটিঃ
ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল মিলে শুরুটা ভালোই করেন। দেখেশুনে দুজনই স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। ইনিংসের প্রথম পাঁচ ওভারে লঙ্কান বোলারদের বিপক্ষে বড় কোনো ভুল করেননি তামিম-সৌম্য।
ইনিংসের ষষ্ঠ ওভারে নুয়ান প্রদিপের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন সৌম্য। ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। এর খানিক পর ইসুরু উদানার বলে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন তামিম। ৩১ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনারও।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৯৮/৬ (৪৫ ওভার)