সেঞ্চুরি হাতছাড়া মিঠুনের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে মোহাম্মদ মিঠুনের দল।
সেঞ্চুরি হাতছাড়া মিঠুনেরঃ
বিজয়ের ফেরার পর ইমরুলকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন মিঠুন। এরপর ইমরুল আউট হয়ে গেলে তৃতীয় উইকেটে নাঈম শেখকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ে 'এ' দলের অধিনায়ক। জুটি গড়ার পথে ৬৫ বলে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এ ব্যাটসম্যান।

হাফ সেঞ্চুরির পর ইনিংসটি বড় করতে পারেননি মিঠুন। ৮৫ রান করে করিম জানাতের বলে শরাফউদ্দিন আশরাফের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এর আগে ৪৯ রান করে আউট হয়েছেন নাঈম।
ভালো শুরুর পর ফিরলেন ইমরুলঃ
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৫৬ রান।
বিজয় ব্যক্তিগত ২৪ রানে করিম জানাতের বলে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়ে আরেকটি জুটি গড়েন ইমরুল। ব্যক্তিগত ৪০ রানে ফজল নাইযাইয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২৩৪/৪ (৪৪ ওভার)
(সাব্বির ১৪*, আফিফ ৮*)