শিরোপা থেকে এক ম্যাচ দূরে আবাহনী

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শিরোপা ধরে রাখা থেকে আর এক ম্যাচ দূরে আবাহনী লিমিটেড। শিরোপা জয়ে তাঁদের সামনে বাধা নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে বিস্তর পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে নাঈম ইসলামের লিজেন্ডস অফ রুপগঞ্জ।
সাভারের বিকেএসপিতে সকাল নয়টায় আবাহনী-শেখ জামাল যখন মাঠে নামবে তখন চোখ রাখতে হবে হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও।

কেননা শিরোপা প্রত্যাশী লিজেন্ডস অফ রুপগঞ্জ যদি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে কোনোভাবে হারিয়ে দেয় আর আবাহনী যদি শেখ জামালের কাছে হারে তাহলে শিরোপা চলে যাবে রুপগঞ্জের হাতে।
আবার আবাহনী-রুপগঞ্জ দুই দলই যদি জিতে যায় তাহলে নেট রান রেট বিবেচনায় শিরোপা যাবে আবাহনীর কাছে।
তবে কিছুটা চমক দিয়েই শেষ হওয়ার প্রত্যাশায় আছে ডিপিএল। গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য শেখ জামালের কাছে হেরেছে আবাহনী। সবমিলিয়ে শেষ পাঁচবারের দেখায় তিনবারই হেরেছে আবাহনী।
তাই 'বাংলাদেশ বি' দল খ্যাত আবাহনী শেখ জামালের বিপক্ষে চাপের মুখে কেমন খেলবে, এটাই দেখার বিষয়।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।