promotional_ad

মোহামেডান মানেই রকিবুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) পর পর দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে মোহামেডান। দুই ম্যাচেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অধিনায়ক রকিবুল হাসান। দলের বিপদে দুই ম্যাচেই প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। 


গাজি গ্রুপের বিপক্ষে বিকেএসপির ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংসের পর খেলাঘরের বিপক্ষে মিরপুরের মাঠে ঠিক একই পারফর্মেন্সের পুনরাবৃত্তি করেছেন রকিবুল। 


২২৬ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালে চাপে পড়া মোহামেডানকে টেনে তোলার দায়িত্ব বর্তায় কাপ্তানের কাঁধে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে যান তিনি। 
 
শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের দরকার ছিল। ইরফান হোসেনের করা শেষ ওভারের প্রথম বল ওয়াইড হলে রান কমে দাঁড়ায় ৮ রানে, সেখান থেকে পর পর দুই বলে ছয় ও চার হাঁকিয়ে ম্যাচ জয় করেন রকিবুল।



promotional_ad

'অবশ্যই যখন ব্যক্তিগত পারফর্মেন্স ভালো হয়, সাথে দলও জয় করে, তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো অনুভূতি। নিজেও ভালো খেলেছি, দলও জিতেছে। প্লেয়ার হিসেবে এরচেয়ে বড় কিছু হবে পারে না,' ম্যাচ শেষে বলেছেন রকিবুল।


পর পর দুই ম্যাচে মোহামেডানের টপ অর্ডার বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে। উইকেটে জমে গিয়ে উইকেট হার‍িয়েছেন অভিষেক মিত্র ও আব্দুল মজিদ। ব্যর্থ হচ্ছেন তিন ইরফান সুক্কুরও। সামনের ম্যাচ গুলোতে টপ অর্ডারের কাছে রানের দাবি রেখেছেন রকিবুল।


'কখনই না। আমাদের প্রথম ম্যাচটাও এমন হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের টপ অর্ডার রান করতে পারেনি। দুই ওপেনার, তিন নম্বর ব্যাটসম্যানরা দুই ম্যাচেই সেট হয়ে আউট হয়েছে। যদি উপর থেকে একটা বড় রান হয় আর মাঝে যদি একটু ভালো খেলে তাহলে আরও সহজ হবে।'


দল হিসেবে মোহামেডানকে এবারের ডিপিএলের লম্বা রেসের ঘোড়া বলছেন কাপ্তান রকিবুল।



'বিশেষ কিছু না। আমাদের দলটা ভালো খুব এবারের বছর। বোলিং বিভাগটা খুবই ভালো।ব্যাটিং লাইনআপটাও শক্তিশালী। আমাদের যেই সামর্থ্য আছে, সেই অনুযায়ী যদি খেলতে পারি তাহলে এই বছর অনেক দূর যাবে দলটি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball