সাব্বির-মোসাদ্দেক ইস্যুতে দৃঢ় অবস্থান বোর্ডের

ছবি: মোসাদ্দেক হোসেন সৈকত, ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ কিছুদিন ধরেই শৃঙ্খলাজনিত ইস্যুতে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন টাইগার ক্রিকেটাররা। নাসির, সাব্বিরের পরে এবার এই বিতর্কিত বিষয়ে নাম এসেছে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের।
তবে এসব বিষয়ে কথা বলতে এখন রীতিমতো বিরক্ত বোর্ড কর্মকর্তারা। সোমবার দিন মিডিয়ার সামনে এসব ব্যাপারে কথা বলতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান,

'পুরো বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। আপনি এর আগেও দেখেছেন দৃশ্যমান শাস্তি কিংবা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ক্রিকেটারদের এর আগে। এরপরেও যখন ব্যাপারটি সমাধান হচ্ছে না তখন বোর্ড কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং এই ব্যাপারে আরো কঠোর হবে।'
পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই মুহুর্তে সৌদি আরবে অবস্থান করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আর এসব বিষয়ে তার হস্তক্ষেপের জন্যই অপেক্ষা করছে বোর্ড।
'এটা তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমাদের যেটা করনীয় আমরা করব। বোর্ডের অবস্থান এসব ব্যাপারে কঠোর হবে এইটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন।
'উনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্য বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন।'
এদিকে ক্রিকেটারদের মানসিক প্রশান্তির জন্য বেশ কিছুদিন ধরেই কাউন্সিলিং করানোর কথাটি শোনা যাচ্ছে। তবে কাউন্সিলিংয়ে দ্রুত সাফল্য মিলবে এমনটা মানতে নারাজ এই বোর্ড কর্তা।
'কাউন্সেলিং একটি ব্যাপার যেটি সবসময়ই হবে এবং চলতে থাকবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি আবারও বলছি এই ব্যাপারে বোর্ড আরো কঠোর হবে।'