ব্যাটিং নিয়েই বেশি মনোযোগী সোহান

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে ডাক মেলেনি উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তবে তাকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডে, 'এ' দলের ম্যাচে।
তবে নিজেকে প্রমাণের সেই সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হয়েছে সোহানকে। কুচকির ইনজুরির কারণেই দেশে ফিরতে হয়েছে তাকে। গত ৯ই আগস্ট সিরিজ শেষ না করেই ফিরেছেন তিনি।

কুচকির ইনজুরি থাকায় এখনো কিপিং অনুশীলন করতে পারছেন না তিনি। তবে ঠিকই চালিয়ে যাচ্ছেন ব্যাটিং অনুশীলন। নিজের ব্যাটিংকে আরও শাণিত করতে হেড কোচ স্টিভ রোডসের পরামর্শও নিয়েছেন তিনি।
একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ এই ক্রিকেটার জানান, 'আমি আসলে ব্যাটিংয়ের ব্যালেন্স, পজিশন এগুলো নিয়ে কথা বলেছি। আর কিপিং এবং ফুটওয়ার্ক নিয়েও কিছু আলোচনা হয়েছে।
'তিনি আমাকে মেইলে একটি লক্ষ্য ঠিক করে দিয়েছিল যে সেই অনুযায়ী কাজ করতে। যেহেতু ইনজুরির জন্য এখনও কিপিং করতে পারছি না ইনশাল্লাহ ঈদের পরে সেটি শুরু করবো।'