রংপুরের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি হচ্ছে সোহানের
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারীসহ মোট ৮টি জেলা হয়ে গঠিত হয়েছে রংপুর বিভাগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশের সবচেয়ে উত্তরের বিভাগকে প্রতিনিধিত্ব করে রংপুর রাইডার্স। দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুধু রংপুরকে প্রতিনিধিত্ব করলেও এবার তাদের কাঁধে পুরো বাংলাদেশের দায়িত্ব। প্রথমবারের মতো হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে রংপুর।
বিপিএলের সবশেষ কয়েক মৌসুমে ধরে রংপুরের হয়ে খেলছেন নুরুল হাসান সোহান। গ্লোবাল সুপার লিগেও রংপুরের সঙ্গী ডানহাতি উইকেটকিপার ব্যাটার। বিপিএলের আগে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে গেলেও ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতি হচ্ছে সোহানের। জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই খেলা সোহানের কাছে দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের।
গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করা রংপুরের অধিনায়ক সোহান ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে বলেন, ‘দেখেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সবসময় একটা গর্বের ব্যাপার। যেহেতু আমরা রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাচ্ছি, তারপরও আমার মনে হচ্ছে যে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আমার কাছে মনে হয় খুবই প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট হবে এটা।’
বিপিএলের বাইরে ঘরোয়াতে বাংলাদেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ নেই বললেই চলে। আগামী ডিসেম্বরে অবশ্য সেই পথ খানিকটা সুগম হচ্ছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। তবে এসবের আগে গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে খেলাকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন সোহান। রংপুর ভালো করতে না পারলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের জন্যও সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে সোহান বলেন, ‘আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কারণ আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেটা বললাম এটা একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে। সুযোগ অনেক বেশি থাকবে যদি আমরা আমাদের সেরাটা করতে পারি। আমার কাছে মনে হয় সবার জন্য অনেক বেশি সুযোগ তৈরি হবে।’
২৬ নভেম্বর মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। বাংলাদেশের প্রতিনিধিদের পরের ম্যাচে ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার সঙ্গে। নিজেদের শেষ দুই ম্যাচে ৪ ও ৫ ডিসেম্বর খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে। সোহানের পরিকল্পনা অবশ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ম্যাচ বাই ম্যাচ আমরা পরিকল্পনা করছি। স্বাভাবিকভাবে আমাদের দল অনেক শক্তিশালী। ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠে যতটা ভালো ক্রিকেট খেলা যায় সেটার ওপরই নির্ভর করবে। অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলতে চাইব এবং একটি দল হিসেবে খেলতে চাইব। ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। চেষ্টা করব সেরা দুইয়ে যেন থাকতে পারি।’