promotional_ad

বিসিবি সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে ফেলেছে: আশরাফুল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় দলে একজন দেশি কোচের দাবি অনেকদিনের। মোহাম্মদ সালাহদ্দিনকে নিয়োগের মাধ্যমে বিসিবি সেই প্রত্যাশাই পূরণ করেছে। তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন বিসিবি এই সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে।


কদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিনকে। এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ। সেই সঙ্গে বিসিবির একাডেমিতেও কাজ করেছেন তিনি।


promotional_ad

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন এই অভিজ্ঞ কোচ। যদিও এরই মধ্যে জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিজের কাজ শুরু করে দিয়েছেন তিনি। 


বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিনকে নিয়ে আশরাফুল বলেছেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’


ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে এবার কোচের ভূমিকায় দেখা গেছে আশরাফুলকে। তিনি বিপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে দলটির অনুশীলন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।


নতুন দলের হয়ে কোচিংয়ে যোগ দিয়ে আশরাফুল বলেছেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball