promotional_ad

কেউ ভাবেনি আমরা অস্ট্রেলিয়ায় সিরিজ জিতব: রিজওয়ান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো স্বপ্নের মতো যেকোনো দলের জন্যই। এবার পাকিস্তানের কাছে নিজেদের মাটিতে ধরাশায়ী হয়েছে অজিরা। মোহাম্মদ রিজওয়ানের দলের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেছে প্যাট কামিন্সের দল।


এর মধ্যে দিয়ে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। এই সফরের আগে কেউই ভাবেনি পাকিস্তান দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। মূলত দলগত পারফরম্যান্সেই এই সিরিজ জয় হয়েছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান।


promotional_ad

এ প্রসঙ্গে সম্প্রতি রিজওয়ান বলেছেন, ‘কেউ ভাবেনি, আমরা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারি, কিন্তু আমরা দল হিসেবে খেলেছি। আমরা যদি এমন একতা ও মনোযোগ ধরে রাখতে পারি, আমরা তাদের টি-টোয়েন্টিতেও ধবলধোলাই করতে পারি।’


কদিন পরেই পাকিস্তান ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। এই টুর্নামেন্ট সর্বশেষ মাঠে গড়িয়েছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান দল।


স্বাভাবিকভাবে পাকিস্তানের কাছে এবারও প্রত্যাশাটা অনেক বেশি। দল হিসেবে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের কাছে রেখে দিতে চান রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়কে গুরুত্বপূর্ণ মানলেও বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট জেতাই তাদের প্রধান লক্ষ্য।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজ জেতা গুরুত্বপূর্ণ, তবে আমাদের চোখ চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ এমনকি অলিম্পিক পদকের মতো আরও বড় লক্ষ্যে রাখা উচিত। প্রত্যেক খেলোয়াড় পাকিস্তানের দূত, পাকিস্তানকে গর্ব ও পেশাদারত্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা জরুরি। আমরা কী অর্জন করতে পারি, সেটার সাক্ষী এই সিরিজ জয়। যেখানেই যাই, ইতিহাস গড়তে চাই।’


এদিকে বৃহস্পতিবার অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পাকিস্তানের। এই ম্যাচটি হবে ব্রিজবেনের গ্যাবায়। আর ১৬ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে সিডনিতে। আর ১৮ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে হোবার্টে ১৮ নভেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball