টেস্টে শান্তর বদলি দিপু
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চোটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
বিসিবি শান্তকে অধিনায়ক করে আগেই স্কোয়াড ঘোষণা করেছিল। তবে মঙ্গলবার শান্তর বদলি হিসেবে শাহাদাত হোসেন দিপুর নাম ঘোষণা করেছে বিসিবি। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি দিপু।
৪ ম্যাচে ৬ ইনিংসে একটি সেঞ্চুরি পেলেও তিন ইনিংসে শূন্যতে আউট হয়েছেন। যদিও জাতীয় দলের হয়ে ৪ টেস্টে খেলার অভিজ্ঞতার কারণে হয়তো তাকে দলে নিয়েছে নির্বাচকরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমকে দিপুকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। ইনজুরি নিয়েই সেই ম্যাচে খেলেন তিনি। সিরিজের বাকি দুই ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর জ্যামাইকায়। এরপর যথাক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজে ফেরার কথা রয়েছে নিয়মিত অধিনায়ক শান্তর।