promotional_ad

বিপিএলে হলিউড তারকা, ফুটবলার আনতে চায় বিসিবি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে জাঁকজমক করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে এবার পুরো বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় আয়োজকরা।


এরই মধ্যে বিপিএলের পরিকল্পনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠা ডঃ মোহাম্মদ ইউনূস। এবার বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এবার তারা তারকা ফুলবলার ও হলিউড সুপারস্টার এনে চমক দেখাতে চান।


promotional_ad

ফাহিম বলেন, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তাঁরা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্রান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়...বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’


বিপিএলে এর আগেও বলিউডের অনেক তারকা এসেছেন। সালমান খান, ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেসের মতো তারকারা বিপিএলের উদ্বোধনী আসর মাতিয়েছেন বিভিন্ন সময়। এবার একটু ভিন্ন পথে হাঁটছে বিসিবি। মূলত বিশ্বব্যপী বিপিএলকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ দিতে চলেছেন তারা।


ফাহিম বলেছেন, ‘অনেক কিছুই সম্ভব না। গ্লোবালি (বৈশ্বিকভাবে) সব টিভিতে যেতে পারব তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন...আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে।'


তিনি আরও যোগ করেন, 'এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে। সেভাবেই কিন্তু এটার প্রচার হতে পারে। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’


অবশ্য কারা আসছেন সেটা এখনই প্রকাশ করতে চান না তারা। তবে খেলাধুলার বাইরের অন্য কোনো তারকাকেও আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball