promotional_ad

স্মিথ- ইংলিসের ইনিংসের পর কামিন্সের ফিনিশিংয়ে জিতল অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়া সফরে যায় পাকিস্তান। যদিও অস্ট্রেলিয়ায় শুরুটা ভালো হলো না দলটির। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেটে হেরেছে দলটি। মিচেল স্টার্ক- প্যাট কামিন্সদের দায়িত্বশীল ইনিংসের পর জস ইংলিস-স্টিভ স্মিথের দারুণ ইনিংস এবং প্যাট কামিন্সের অসাধারণ ফিনিশিংয়ে জিতেছে দলটি।


লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। চার বলে এক রান করা ম্যাথু শর্টকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। চতুর্থ ওভারে ১৪ বলে ১৬ রান করা জেক ফ্রেজার ম্যাকগার্ককে ফেরান নাসিম শাহ।


তারপর ৮৫ রানের জুটি গড়েন স্মিথ এবং ইংলিস। বিশ ওভারের মধ্যে এই দুজনকেও ফেরান আফ্রিদি- হারিস রউফরা। হারিসের শর্ট লেংথের ওয়াইড ডেলিভারিতে আপার কাট খেলতে গিয়ে ব্যাকঅয়ার্ড পয়েন্টে ধরা পড়েন স্মিথ। ফেরার আগে ছয়টি চারে তিনি করে ৪৬ বলে ৪৪ রান।


অপরদিকে আফ্রিদির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ইংলিস। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনিও। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন তিনি। ২১তম ওভারে জোড়া আঘাত হানেন হারিস।


promotional_ad

১৩ বলে ১৬ রান করা মার্নাস ল্যাবুশেনকে ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরান হারিস। এরপর অ্যারন হার্ডি ১৯ বলে ১০ রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। সেখান থেকে প্যাট কামিন্সের বীরত্বে ম্যাচ জিতেছে স্বাগতিকরা।


কামিন্সের ব্যাটে আসে ৩১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস। মাঝে শন অ্যাবট ১৯ বলে ১৩ রান করে ফিরে যান। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস । দুটি উইকেট নেন আফ্রিদি। একটি করে উইকেট নেন নাসিম ও হাসনাইন।


এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ২০৩ রানে অলআউট হয় সফরকারীরা। মেলবোর্নে শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তানের।


পাঁচ বলে এক রান করা ওপেনার সাইম আইয়ুবের স্টাম্প উপড়ে ফেলেন স্টার্ক। দলীয় ২৪ রানে আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককেও (২৬ বলে ১২) হারায় পাকিস্তান। স্টার্কের বলে উইকেটরক্ষক জস ইংলিসকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই পেসার।


দুই ওপেনারকে হারিয়ে খোলস ছেড়ে খেলার চেষ্টা করেন বাবর আজম। তবে বেশিদূর এগোতে পারেননি ডানহাতি এই ব্যাটার। চারটি চারে ৪৪ বলে ৩৭ রান করে স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।


১০১ রানের মধ্যে কামরান ঘুলাম এবং সালমান আঘার উইকেটও হারায় পাকিস্তান। কামিন্সের বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন ঘুলাম (৫)। ২৯ বলে ১২ রান করা সালমানকে ফেরান শন অ্যাবট।


মেলবোর্নের কঠিন ট্র্যাকে লড়াই করেন রিজওয়ান। ফিফটির কাছাকাছি গিয়ে মার্নাস লাবুশেনের বলে পাকিস্তান নয়া অধিনায়ক ফিরে যান উইকেটরক্ষকের হাতে। ৭১ বলে পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন রিজওয়ান।


শেষের দিকে শাহীন শাহ আফ্রিদি ১৯ বলে ২৪ এবং নাসিম শাহ ৩৯ বলে ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩৩ রান খরচায় তিন উইকেট নেন স্টার্ক। দুটি করে উইকেট নেন কামিন্স এবং জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball