অফ সাইডে ঘাটতি দেখছেন না হৃদয়
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তাওহীদ হৃদয়। দেড় বছরের ক্যারিয়ারে এরই মধ্যে জাতীয় দলে জায়গা পাকা করে ফেলেছেন তিনি। তবে বেশ কিছু ঘাটতিও রয়েছে তার ব্যাটিংয়ে। অনেকেই মনে করেন অফ সাইডে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বাংলাদেশের এই ব্যাটার।
যদিও হৃদয় মনে করেন অফ সাইডে তার কোনো ঘাটতি নেই। তিনি বিদেশি ক্রিকেটারদের উদাহরণ টেনেছেন। জানিয়েছেন অনেক বিদেশি ক্রিকেটারই একদিকে ভালো খেলেন, তখন তাদের কোনো সমালোচনা হয় না। তাই এটাকে ঘাটতি হিসেবে দেখছেন না তিনি।
হৃদয় বলেছেন, 'আমার তো মনে হয় না, (অফ সাইডে) ঘাটতি আছে। আপনার যদি মনে হয়, তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে অমন মনে হয় না যে, ঘাটতি আছে। অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন এক পাশ দিয়ে রান করে, তখন ঘাটতি থাকে না। তখন ভালো শটস খেলে। আমরা যদি এক পাশ দিয়ে রান করি, তাহলে আমাদের ভেতরে ঘাটতি থাকে।'
হৃদয়ের পারফরম্যান্স নিয়ে সমালোচনা না থাকলেও পরিসংখ্যান বলছে ওয়ানডেতে এখন পর্যন্ত তার ৮৪৮ রানের মধ্যে ৫৫ শতাংশের বেশি রানই তিনি করেছেন অন সাইড থেকে। সীমিত ওভারের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে করা ৬৮৪ রানের মধ্যে ৬০ শতাংশের বেশি রান এসেছে সেই অন সাইডেই।
হৃদয়ের কাছে দলের হয়ে রান করাটাই গুরুত্বপূর্ণ, কোন দিক দিয়ে রান করেছেন সেটা নয়। নিজের পছন্দের পেছনে যুক্তি দিয়ে হৃদয় বলেছেন, 'আমি মনে করি, রান করাটা গুরুত্বপূর্ণ। রান না করতে পারলে তখন বলবেন, রান হচ্ছে না। তাই আমি মনে করি, ঘাটতি চিন্তা না করে যেদিক দিয়ে রান আসবে... রানের খেলা, রান আসাটা গুরুত্বপূর্ণ।'
হৃদয় চার-পাঁচ নম্বরে বেশ সফল। তবে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ততটা সাবলীল নন এমন আলোচনাও আছে। এই টাইগার ব্যাটার জানিয়েছেন দলের প্রয়োজনে যেকোনো জায়গাতেই ব্যাট করতে চান তিনি। হৃদয়ের ভাষ্য, 'এটি (ব্যাটিং অর্ডার) নিয়ে আমি আগেও অনেক বলেছি। ব্যাটিং অর্ডার নিয়ে আমি কিছু বলতে চাই না। দলের কী চাহিদা, দলের ভালোর জন্য যে সিদ্ধান্ত বা পরিস্থিতি কী চায়, সব কিছু মিলিয়েই ব্যাটিং অর্ডার ঠিক হয়।'