promotional_ad

স্পিনারদের দাপটে দ্বিতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছে ভারত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিনের শুরুতে একাই পাঁচ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন এইজাজ প্যাটেল। আর দিনের শেষ বেলায় দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। আর তাতেই ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছে ভারত।


৪ উইকেটে ৮৬ রান নিয়ে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রান করে অলআউট হয়েছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে তারা ২৮ রানের লিড পেয়েছে। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড।


তারা দাঁড়িয়ে আছে অল আউটের সন্ধিক্ষণে। ৯ উইকেটে ১৭১ রান নিয়ে কিউইরা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এইজাজ প্যাটেল ৭ ও উইলিয়াম ও'রুকি অপরাজিত আছেন আছেন কোনো রান না করেই। ভারতীয় বোলাররা আর মাত্র একটি উইকেট নিলেই নিজেদের কাঙ্খিত লক্ষ্য পেয়ে যাবে। নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষে ১৪৩ রানের লিড নিশ্চিত করেছে।


promotional_ad

এদিন ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ঋষভ পান্ত। তিনি দিনের প্রথম দুই বলেই চার মারেন। শুভমান গিলকে নিয়ে তিনি ভারতের সংগ্রহ একশ পার করেন। ব্যক্তিগত ৪৫ রানে জীবন পাওয়া গিল ৬৬ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।


পান্তের হাফ সেঞ্চুরি তুলে নিতে লেগেছে মাত্র ৩৬ বল। যা টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি ভারতীয় এই উইকেটরক্ষক। তিনি ফেরেন ৫৯ বলে ৬০ রান করে।


এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতের হাল ধরেন গিল। তবে জাদেজাকে নিজের শিকার বানান গ্লেন ফিলিপস। আর তাতেই অল আউটের শঙ্কায় পড়ে ভারত। সফরাজ খান রানের খাতাই খুলতে পারেননি। প্যাটেলের বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন টম ব্লান্ডেলের হাতে।


গিল এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ১০ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। প্যাটেলের বলে অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজ হয়ে স্লিপে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়েছেন ভারতীয় এই ব্যাটার। ১৪৬ বলে ৯০ রানে শেষ হয়েছে তার ইনিংস।


একপ্রান্ত আগলে খেলছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৬ ও আর্শদীপ শূন্য রান করে আউট হয়ে গেলে ভারতের ইনিংস থামে ২৬৩ রানে। কিউইদের হয়ে ৫টি উইকেট নেন প্যাটেল। আর ১টি করে উইকেট যায় ম্যাট হ্যানরি ও ইশ সোধির ঝুলিতে।


এরপর পিছিয়ে থেকে খেলতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ৪৪ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটারকে হারায় তারা। এরপর কিছুটা হাল ধরেন উইল ইয়ং ও মিচেল। তবে তাদের ৫০ রানের জুটি ভাঙার পর আবারও শুরু হয় কিউই ব্যাটারদের আসা যাওয়া। 


ইয়ং একপ্রান্ত আগলে রেখে খেলেছেন হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে অপরপ্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়া। শেষ বিকেলে ইয়ং ৫১ রানে অশ্বিনের বলে তাকেই ক্যাচ দিলে নিউজিল্যান্ডের অল আউট হওয়া শুরু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। দিনের শেষ বিকেলে ম্যাট হেনরিকে বোল্ড করেছে জাদেজা। ভারতের হয়ে জাদেজাই ৪ উইকেট নিয়েছেন ৩টি উইকেট পেয়েছেন অশ্বিন। আর একটি করে উইকেট যায় আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball