promotional_ad

এমসিজির লং রুমে বাবরের ২৮ বলে ৩২ রান করা ব্যাট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরেকটি বড় রকমের স্বীকৃতি পেতে যাচ্ছে বাবর আজমের ক্রিকেটীয় অর্জন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) মর্যাদাপূর্ণ লং রুমে তার একটি ব্যাট জায়গা পেতে যাচ্ছে। কর্তৃপক্ষের অনুরোধে একটি ব্যাট দিতে যাচ্ছেন পাকিস্তানের সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক।


এমসিজির লং রুমে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানসহ রাখা আছে ডেভিড বুন, জ্যাক হবস ও ব্রায়ান লারার ব্যাট। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরাদের ব্যাটের কাতারে নিজের ব্যাটটি রাখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাবর।


promotional_ad

তিনি বলেন, ‘ইতিহাসের সেরা কয়েকজনের সঙ্গে এমসিজির লং রুমে আমার ব্যাটও রাখা হবে, এটা আমার জন্য দারুণ সম্মানের। এমসিজিতে আমার অনেক সুখস্মৃতি আছে, এটা বিশ্বের সুন্দরতম স্টেডিয়ামগুলোর একটি।’


এমসিজির মর্যাদাপূর্ণ লং রুমে বাবর কোন ব্যাটটি দেবেন, তা এরই মাঝে ঠিক করে নিয়েছেন। যদিও সেই ব্যাটে উল্লেখ করার মতো ইনিংস নেই। এই ব্যাট দিয়েই ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলেছিলেন তিনি।


এমসিজিতে ইংল্যান্ডের কাছে সেই ফাইনালে ৫ উইকেটে হারে পাকিস্তান। স্পিনার আদিল রশিদের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরার আগে দুটি চারে ২৮ বলে ৩২ রান করেছিলেন বাবর। এদিকে এমসিজিতে বলার মতো কীর্তিও নেই তার।


অস্ট্রেলিয়ার এই ভেন্যুতে তিন সংস্করণ মিলিয়ে ৭ ইনিংসে ১৩৪ রান করেছেন পাকিস্তানের এই ব্যাটার। গড় ১৯.১৪, সর্বোচ্চ ইনিংসটি ৪১ রানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball