promotional_ad

বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান নীতিশ রেড্ডি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। এই অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ খেলেছিলেন। ৩০৩ রানের পাশাপাশি নিয়েছিলেন ৩ উইকেট।


রেড্ডি তারই ফল পেয়েছেন কদিন আগে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। অভিষেকেই ৭৪ রানের পাশাপাশি নিয়েছেন দুটি উইকেটও। এদিকে অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।


promotional_ad

তার লক্ষ্য বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়ে আমি গর্বিত। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। ২০২৪ সালে যা ঘটেছে তার সবকিছু নিয়ে আমি সত্যিই খুশি। আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আগে আমি ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাইনি, তবে এ বছর আমি সঠিক সুযোগ পেয়েছি এবং আমি এটিকে কাজে লাগাতে পেরে আনন্দিত। সবকিছু ঠিকঠাক চলছে এবং আমি একজন ভালো অলরাউন্ডার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে চাই।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেলেও তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান রেড্ডি। সেই সঙ্গে অস্ট্রেলিয়াতে গিয়ে আগে উইকেট এবং কন্ডিশন নিয়ে ধারণা পেতে চান তিনি। এই সফরকে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবেই ভাবছেন তরুণ এই অলরাউন্ডার।


ভারতীয় এই তরুণ ক্রিকেটার বলেন, ‘এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে কারণ আমি জানতে পারব অস্ট্রেলিয়ার উইকেট কেমন এবং এখানকার কন্ডিশন কেমন। অস্ট্রেলিয়া দলের বিপক্ষে খেলার আগে এটা আমার জন্য খুবই ভালো অভিজ্ঞতা হবে।’


বিশ্বসেরা ক্রিকেটারদের আঁতুড়ঘর বর্তমানে ভারত। বিরাট কোহলি লম্বা সময় ধরে বিশ্ব ক্রিকেট শাসন করছেন। আর জসপ্রিত বুমরাহ তিন ফরম্যাটের ক্রিকেটেই বর্তমান বিশ্বের সেরা বোলার। এবার রেড্ডির স্বপ্ন বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া। তবে এক্ষেত্রে নিজের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে বলে জানালেন তিনি।


রেড্ডি বলেন, ‘আমার ছোটবেলার স্বপ্ন ছিল বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়া। স্পষ্টতই, ভারতের প্রতিনিধিত্ব করা সবার স্বপ্ন। তবে চূড়ান্ত লক্ষ্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়া। আমার বোলিং নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রতিবার এটাই আমাকে উৎসাহিত করে। আমি মনে করি যদি আমি আমার বোলিং আরও কিছুটা ভালো করি তবে আমি সেরা অলরাউন্ডার হতে পারব, যেটা আমার স্বপ্ন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball