অধিনায়ক ছাড়াই পাকিস্তান সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য বেশ কিছুদিন আগেই ওয়ানডে দল ঘোষণা করে অজিরা। এবার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দলটি। তবে এই সিরিজে দলের অধিনায়কত্ব কে করবেন সেটা এখনও জানাননি তারা।
আগামী নভেম্বরের শেষের দিকে ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। এই সিরিজের অস্ট্রেলিয়া দলে তাই টেস্ট ক্রিকেটারদের রাখা হয়নি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই এই সিরিজে নেই।
টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মার্শ এবং হেড বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে আছেন, সিরিজ চলাকালেও থাকবেন। এ ছাড়া মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় সময় কাটাচ্ছেন গ্রিন। তাদের অনুপস্থিতিতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পারা।
যদিও নেতৃত্ব কে দেবেন সেটা এখনও বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ তাদের ওয়েবসাইটে বলেছে, উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অথবা টপ অর্ডার ব্যাটসম্যান ম্যাথু শর্টকে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হতে পারে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমের জোর গুঞ্জন অধিনায়ক হিসেবে দেখা যাবে দলটির অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। এই কয়েকজনের মধ্যে ম্যাক্সওয়েল ও শর্টের অবশ্য ঘরোয়া পর্যায়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। বিগ ব্যাগ লিগে মেলবোর্ন স্টার্সকে কয়েক মৌসুম ধরে নেতৃত্ব দিয়ে আসছেন ম্যাক্সওয়েল। এদিকে গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট।
বোর্ডার–গাভাস্কার ট্রফির জন্য এই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালন করবেন না নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো এবং সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি। এই সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।
অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড- শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।