বাবর-আফ্রিদিকে ছাড়াই জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়ে সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। মূলত এই তিন ক্রিকেটারকে বিশ্রামে দিয়েছে পিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে একাদশ থেকে বাদ পড়েন বাবর ও আফ্রিদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে গেছে পাকিস্তান। এবার অস্ট্রেলিয়া সফরে থাকলেও জিম্বাবুয়ের বিমান ধরবেন না বাবর-আফ্রিদিরা।
অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ৪ থেকে ১৮ নভেম্বর চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি। তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৪, ৮ এবং ১০ নভেম্বর, ভেন্যু যথাক্রমে মেলবোর্ন, অ্যাডিলেড এবং পার্থ।
১৪, ১৬ এবং ১৮ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, ভেন্যু যথাক্রমে ব্রিসবেন, সিডনি এবং হোবার্ট। এরপর ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ। ওয়ানডে ম্যাচ তিনটি ২৪, ২৬ এবং ২৮ নভেম্বর।
টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ১, ৩, ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়েতে। কেবল চারজন ক্রিকেটার দুই দেশের বিপক্ষে সবগুলো সিরিজে খেলবেন। এরা হলেন হাসিবুল্লাহ, হারিস রউফ, মোহাম্মদ ইরফান খান এবং সালমান আলী আঘা।
এই দুটি সিরিজের অধিনায়ক কে সেটা এখনও জানায়নি পিসিবি। কিছুদিন আগেই দ্বিতীয়বারের মতো পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম।
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দল-
ওয়ানডে স্কোয়াড- আমের জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান ঘুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা এবং শাহীন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি স্কোয়াড- আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলি আঘা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম এবং উসমান খান।
জিম্বাবুয়ে সিরিজে পাকিস্তান দল-
ওয়ানডে স্কোয়াড- আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান ঘুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাহনেওয়াজ দাহানী এবং তৈয়ব তাহির।
টি-টোয়েন্টি স্কোয়াড- আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।