ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে নীতিশ-হার্শিত, নেই শামি
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
গোঁড়ালির চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। তবে পুরোপুরি সেরে উঠতে না পারায় ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে খেলা হয়নি অভিজ্ঞ এই পেসারের। এমনকি চলমান নিউজিল্যান্ড সিরিজেও নেই তিনি। শামি অবশ্য চোট কাটিয়ে উঠেছেন কিছুদিন আগেই। সেরে উঠলেও অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি তাকে। শামিকে নিয়ে ভারত তাড়াহুড়ো করবে না এটা জানা ছিল আগে থেকেই। ডানহাতি পেসারের না থাকা সফরে সুযোগ পেয়েছেন তরুণ হার্শিত রানা। তার সঙ্গে অভিষেকের অপেক্ষায় আছেন নীতিশ কুমার রেড্ডি ও অভিমন্যু ইশ্বরন।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই মাঠের বাইরে আছেন শামি। বিশ্বকাপে ২৪ উইকেট নেয়া ডানহাতি পেসারের গোঁড়ালির চোটে পড়ায় অস্ত্রোপচার করাতে হয়। এরপর থেকে পুনর্বাসনে ছিলেন তিনি। চোট কাটিয়ে উঠে কিছুদিন আগে বোলিংও শুরু করেছেন ৩৪ বছর বয়সী পেসার। তবে পুরোদমে ফিটনেস ফিরে না পাওয়ায় শামিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত।
জসপ্রিত বুমরাহর বাইরে পেসার হিসেবে স্কোয়াডে আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা এবং হার্শিত রানা। লম্বা সময়ের পিঠের চোট কাটিয়ে দলে ফিরেছেন ২ টেস্ট খেলা প্রসিধ। প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পাওয়া হার্শিত এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। কদিন আগে হওয়া দুলীপ ট্রফিতে ভারত ‘ডি’ দলের হয়ে দু’বার চার উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪.৭৫ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার।
ভারতকে নেতৃত্ব দিলেও ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টের একটিতে খেলবেন না রোহিত শর্মা। ডানহাতি ওপেনারের বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে অভিমন্যুকে। ২৯ বছর বয়সী ব্যাটারের অভিষেক হতে পারে অস্ট্রেলিয়া সফরে। এখন পর্যন্ত অভিষেক না হলেও ২০২২ সালে বাংলাদেশ সফরের টেস্ট দলে ছিলেন তিনি। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন অভিমন্যু। দুলীপ ট্রফিতে দুটি, ইরানি ট্রফিতে একটি এবং মাত্রই শুরু হওয়া রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে একটি সেঞ্চুরি করেছেন এই ওপেনার।
অস্ট্রেলিয়া সফরে ভারতের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন নীতিশ। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। বোলিংয়েও অবদান রাখার চেষ্টা করেছেন প্রায়শই। হার্দিক পান্ডিয়ার ভবিষ্যত বিকল্প হিসেবে বিবেচনা করা নীতিশের সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। চলমান নিউজিল্যান্ড সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসেবেও আছেন। এবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়া সফরে।
পেসার হিসেবে রিজার্ভে আছেন খলিল আহমেদ ও ইয়াশ দয়াল। তবে মূল স্কোয়াডে নেই কোন বাঁহাতি পেসার। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরের দলে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ওয়াশিংটন। এবার যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। এদিকে চোটের কারণে টেস্ট দলে রাখা হয়নি বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে।
২২-২৬ নভেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত। ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামার আগে ক্যানবেরা যাবে ভারত। যেখানে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত একটি ম্যাচ খেলবে তারা। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। সিডনিতে শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। পাঁচ ম্যাচের টেস্টে সিরিজের আগে অবশ্য ভারত ‘এ’ দলের সাথে প্রস্তুতি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত জাতীয় দল।
ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, হার্শিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ইশ্বরন।