promotional_ad

১ রানে ৮ উইকেট নেই, সেই রানও এলো ওয়াইড থেকে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৫২ রানে ২ উইকেট থেকে ৫৩ রানে ১০ উইকেট! এমন স্কোরকার্ড দেখে আপনার চোখ কচলানোর কথা নিশ্চয়। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট ওয়ানডে কাপে। তাসমানিয়ার বিপক্ষে শেষ ১ রানে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানে অল আউট হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেই রানও এসেছে ওয়াইডের কল্যাণে। সহজ লক্ষ্য তাড়ায় তাসমানিয়া জয় পেয়েছে ৭ উইকেটের।


পার্থে টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট হারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। টম রজার্সের বলে জেইক ওয়েদারল্যান্ডকে ক্যাচ দিয়েছেন অ্যারন হার্ডি। দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন আরেক ওপেনার ডি আর্কি শট। ৪১ বলে ২২ রানের ইনিংস খেলা ব্যাটারকে ফিরিয়েছেন বাউ ওয়েবস্টার। দুই ওভার পর ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফট। ১৪ রান করা অজি ব্যাটার লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ওয়েবস্টারের বলে।


promotional_ad

এরপরই ধস নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শিবিরে। একে একে সাজঘরে ফেরেন জশ ইংলিস, অ্যাশ্টন টার্নার, কুপার কোনোলি, হিল্টন কার্টওয়ার্ট, ঝাই রিচার্ডসন, জোয়েল পারিস এবং ল্যান্স মরিস। শেষের সাত ব্যাটারই আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। এক রান তুলতে ৮ উইকেট হারানো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সেই রানও এসেছে ওয়াইড থেকে।


ভালো শুরুর পর ইংলিস, হার্ডিদের অল আউট হতে হয়েছে ৫৩ রানে। তাসমানিয়ার এমন বোলিং পারফরম্যান্সের নায়ক ওয়েবস্টার। ৩০ বছর বয়সী ওয়েবস্টার ১৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। বিলি স্টেনলেক তিনটি এবং রজার্স নিয়েছেন একটি উইকেট। এদিকে ওয়ানডে কাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।


এর আগে হোবার্টে ২০০৩ সালে তাসমানিয়ার বিপক্ষেই মাত্র ৫১ রানে অল আউট হয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। সহজ লক্ষ্য তাড়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৫৩ রান মাত্র ৮.৩ ওভারে পেরিয়ে গেছে তাসমানিয়া। ৩ উইকেটে হারানো তাসমানিয়ার হয়ে মিচেল ওয়েন ২৯ ও ম্যাথু ওয়েড ২১ রান করেছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে পারিস দুটি ও মরিস একটি উইকেট নিয়েছেন।


টানা চার হারে শিরোপার ভাগ্য ঝুলছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকতে হলে নিজেদের শেষ তিন ম্যাচে ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডকে হারাতে হবে তাদের। আগামী ১লা মার্চ সেরা দুই দল ফাইনাল খেলবে। সেখান থেকেই নির্ধারণ হবে এবারের ওয়ানডে কাপের চ্যাম্পিয়ন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball