সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন রিজওয়ান
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিংকে প্রধান্য দিতে কদিন আগেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে তাই নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে সংক্ষিপ্ত সংস্করণের জন্য অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে মোহাম্মদ রিজওয়ানকে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব পার হতে না পারায় সেবার বিশ্বকাপ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর। পরবর্তী সময়ে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় শান মাসুদ। নিউজিল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। যদিও সেই সিরিজের পরই ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় বাঁহাতি পেসারকে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে ঘরের মাঠে বাবরের নেতৃত্ব নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে পাকিস্তান। ইংল্যান্ড সফরে গিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও বাবরের অধীনেই খেলেছে দলটি। তবে বিশ্বকাপে দল হিসেবে আবারও ব্যর্থ হয়েছে বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার মাস দুয়েক পর ব্যাটিংকে প্রাধান্য দিতে অধিনায়কত্ব ছাড়েন পাকিস্তানের সময়ের অন্যতম সেরা ব্যাটার।
বাবরকে ব্যাটিংয়ে মনোযোগী করে তুলতে লম্বা সময় ধরেই রিজওয়ানকে অধিনায়ক করার কথা উঠছিল। শাহীন শাহ আফ্রিদি অধিনায়ক হওয়ার আগেও পছন্দের শীর্ষে ছিলেন রিজওয়ান। যদিও শেষ পর্যন্ত নেতৃত্ব পাওয়া হয়নি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের। তবে অস্ট্রেলিয়া সফরের আগে তাকে বিবেচনা করছেন নতুন নির্বাচক প্যানেল। তাদের সঙ্গে আলোচনা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে জিও নিউজ।
এদিকে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ওয়ানডেতে রিজওয়ানকে ভাবা হলেও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে মোহাম্মদ হারিসকে। যদিও তরুণ উইকেটকিপার ব্যাটার একাদশের নিয়মিত সুযোগ পান না। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন মোহাম্মদ হাসনাইন।
সবশেষ ২০২৩ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছিলেন ডানহাতি পেসার। সম্প্রতি হওয়া চ্যাম্পিয়নস কাপ এবং প্রেসিডেন্টস কাপে বল হাতে আলো ছড়ানোয় তাকে বিবেচনা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের টিকেট পেতে পারেন অলরাউন্ডার আমের জামাল ও উইকেটকিপার ব্যাটার হাসিবউল্লাহ। ৪, ৮ এবং ১০ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৪, ১৬ ও ১৮ নভেম্বর।