promotional_ad

বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন হেড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাভিস হেড। আন্তর্জাতিক খেলায় ব্যস্ত সময়সূচী সত্ত্বেও দলটির সঙ্গে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। বিগ ব্যাশে মাত্র তিন ম্যাচ খেলতে পারবেন তিনি।


বিগব্যাশে এবারের মৌসুমে কেবল তিনটি ম্যাচে খেলতে দেখা যাবে ৩০ বছর বয়সী হেডকে। অ্যাডিলেডের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরোনো। ২০১৭-১৮ মৌসুমে দলটিকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন তিনি।


promotional_ad

তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে ২০২২-২৩ মৌসুম থেকে এই টুর্নামেন্টেই খেলা হয়নি তার। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের জন্য সফর করবে অস্ট্রেলিয়া।


এরপর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে অজিরা। সবগুলো সিরিজে দলের সঙ্গে অবধারিতভাবেই থাকবেন হেড। মাঝে আগামী ১১, ১৫ এবং ১৮ জানুয়ারি তিনটি ম্যাচ অ্যাডিলেডের হয়ে খেলার কথা আছে তার।


এই তিন ম্যাচের জন্য হেডকে পেয়ে উচ্ছ্বসিত অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইন। তিনি বলেন, 'আমরা বুঝি হেডের একটি ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। তবে আমরা এটাও জানি যে যখনই সুযোগ আসে তখনই সে নীল রঙে ফিরে আসতে কতটা পছন্দ করে এবং আমরা আমাদের ভক্তদের এই গ্রীষ্মে তার জাদু দেখানোর অপেক্ষায় রয়েছি।'


কিছুদিন পরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালিন ছুটির কারণে সেই সিরিজে অবশ্য দলে নেই হেড। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে দলে ফেরার কথা রয়েছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball