promotional_ad

অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে সাউথ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা ও এলিস পেরিরা ছোট ছোট অবদান রাখলেও সাউথ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। মাঝারি লক্ষ্য তাড়ায় তাজমিন ব্রিটস দ্রুত ফিরলেও প্রোটিয়াদের পথ হারাতে দেননি লরা উলভার্ট ও অ্যানেকে বোস। তাদের ‍দুজনের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত গড়ে সাউথ আফ্রিকা। হাফ সেঞ্চুরির আগে উলভার্ট ফিরলেও সাউথ আফ্রিকাকে ফাইনালে তুলে মাঠ ছেড়েছেন অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলা বোস।


প্রোটিয়াদের কাছে ৮ উইকেটের হারে প্রথমবারের মতো ফাইনাল খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা। যেখানে ছয়টিতে শিরোপা জেতা অজিরা হেরেছে একটি ম্যাচে। এদিকে এবারই প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল সাউথ আফ্রিকা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড মাঝে জয় পাওয়া দল।


promotional_ad

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মেগান শুট ও অ্যাশলে গার্ডনারের করা ইনিংসের প্রথম দুই ওভারে ৪ রানের বেশি তুলতে পারেনি ব্রিটস ও উলভার্ট। তবে পরের দুই ওভারে ২১ রান যোগ করেছেন তারা দুজন। দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের পঞ্চম ওভারে উইকেট হারায় সাউথ আফ্রিকা। অ্যানাবেল সাদারল্যান্ডের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ব্রিটস। প্রোটিয়া ওপেনার ফিরেছেন ১৫ বলে ১৫ রানের ইনিংস খেলে।


তিনে নেমে উলভার্ট দারুণভাবে সঙ্গ দিতে থাকেন বোস। সাউথ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন উলভার্ট। ৫০০ রান করা ১৮ ব্যাটারের মাঝে সবচেয়ে বেশি গড় (৪৫.৮১)। উলভার্ট ও বোসের ব্যাটে ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৭৪ রান তোলে প্রোটিয়ারা। হাফ সেঞ্চুরির পথে তারা দুজনই সমান তালে ছুটছিলেন। তবে জর্জিয়া ওয়ারেহামের বিপক্ষে মারা ছক্কা-চারে এগিয়ে যান বোস।


গার্ডনারের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারে ড্রাইভ করে দুই রান নিয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরির পরই অবশ্য ফিরতে পারতেন বোস। তবে সরাসরি থ্রোতে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙতে পারেননি ফোবি লিচফিল্ড। তবে ওইভারে উলভার্টকে বিদায় করেছেন সাদারল্যান্ড। ডানহাতি পেসারের উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে।


সাউথ আফ্রিকার অধিনায়ককে ফিরতে হয় ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলে। উলভার্টের বিদায়ে ভাঙে বোসের সঙ্গে ৯৬ রানের অনবদ্য জুটি। তবে ক্লো ট্রায়নকে সঙ্গে নিয়ে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন বোস। ম্যাচসেরা হওয়া ডানহাতি ব্যাটার ৮ চার ও এক ছক্কায় খেলেছেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেটই নিয়েছেন সাদারল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে হারে বিশ্বকাপে টানা ১৫ জয়ের পথচলা শেষ হয়েছে অজিদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball