promotional_ad

অ্যাশেজে অ্যাডিলেড থেকে সরে গেল গোলাপি বলের টেস্ট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজের জন্য সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের অ্যাশেজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে না। গোলাপি বলের টেস্ট ম্যাচটির নতুন ভেন্যু ব্রিসবেন।


২০১৫ সালে প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই দিবা-রাত্রির টেস্ট আয়োজন করে অ্যাডিলেড। অ্যাশেজের ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও গোলাপি বলের টেস্ট আয়োজন করে অ্যাডিলেড।


promotional_ad

কিন্তু বড়দিনকে সামনে রেখে এবারের সিদ্ধান্তে আসছে পরিবর্তন। দক্ষিণ অস্ট্রেলিয়ার সরকার পর্যটনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে অ্যাডিলেডকে এবার কিছুটা নির্ভার রাখতে চাইছে। এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের সঙ্গে একমত হয়েছে।


অ্যাডিলেডে প্রতিবারের মতো এবারও খেলা থাকছে। তবে সেটি বড়দিনের ঠিক আগমুহূর্তে। ২০২৫-২৬ মৌসুমে ১৭-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি। আগামী সাত বছর বড়দিনের ঠিক আগের টেস্ট ম্যাচটি হবে অ্যাডিলেডে। আর সেটি হবে দিনের আলোতেই।


এই ব্যাপারে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে সিএ। সামনের বছর অ্যাশেজ শুরু হবে ২১ নভেম্বর, ভেন্যু পার্থ। এরপরই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। গোলাপি বলের এই টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর।


তৃতীয় টেস্টটি অ্যাডিলেডে হয়ে চতুর্থ টেস্ট ম্যাচটি হবে ২৬ ডিসেম্বরে, যা বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত। ভেন্যু বরাবরের মতোই মেলবোর্ন। এরপর ৪-৮ জানুয়ারি পঞ্চম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball