দলে নিঃস্বার্থ ক্রিকেটার চাই: সূর্যকুমার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার হায়দরবাদে রেকর্ড চার-ছক্কার ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানে বিধ্বস্ত করে ভারত। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা। এমন সিরিজের পর খুবই আনন্দিত সূর্যকুমার যাদব। দলের প্রয়োজন বুঝে খেলতে পারে, এমন নিঃস্বার্থ ক্রিকেটারই জাতীয় দলে চান তিনি।
ভারতের দলে প্রধান কোচ হয়ে আসার পর গৌতম গম্ভীর একটি বার্তাই দিয়েছিলেন দলকে। সেটি হচ্ছে, কোনও ক্রিকেটারই দলের থেকে বড় নন। সেই বার্তাকে মনে ধারণ করার চেষ্টা করছেন ভারতের ক্রিকেটাররা।

সূর্যকুমার মনে করিয়ে দিয়েছেন তেমনটাই। গতকাল ভারত আগে ব্যাটিং করে ভারত তোলে ছয় উইকেটে ২৯৭ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন সাঞ্জু স্যামসন।
৪৭ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে স্যামসন যখন ৯৬ রানে ছিলেন, তখন ঝুঁকি নিয়ে বাউন্ডারি হাঁকিয়েই তিন অঙ্কে পৌঁছান তিনি। স্যামসনের এমন কাণ্ড মনে ধরেছে সূর্যকুমারের।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, 'দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিঃস্বার্থ ক্রিকেটার দলে চাই। নিঃস্বার্থ দল হয়ে উঠতে চাই। মাঠের বাইরে যতটা সম্ভব একসঙ্গে কাটাতে চাই, মাঠের পারফরম্যান্স উপভোগ করতে চাই। '
'দলের ভেতর এমন আলোচনাই আছে। সিরিজ শুরুর আগে গৌতি (গৌতম গম্ভীর) ভাই এই কথাই বলেছিলেন, আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন তা বলেছিলেন যে দলের চেয়ে বড় কেউ না। কেউ যদি ৪৯ বা ৯৯ রানে থাকে তখনও তাকে দলের কথা ভেবে শট খেলতে হবে। সাঞ্জু সেটাই করেছে। ওর জন্য আমি খুশি।'