স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন তারকা স্পিনার তাবরাইজ শামসি। বৃহস্পতিবার শামসি এবং প্রোটিয়া ক্রিকেট বোর্ড একই সঙ্গে এই ঘোষণা দিয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তি না থাকলেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন এই ক্রিকেটার।
বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে শামসির চাহিদা প্রচুর। মূলত জাতীয় দলে খেলার পাশাপাশি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া স্পিনার। শামসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পাশে থাকার কথা জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকাও।
শামসি বলেছেন, ‘ঘরোয়া মৌসুমে আরও সহজে খেলতে, সব সুযোগ লুফে নিতে এবং সর্বোত্তম উপায়ে পরিবারের দেখভাল করতে আমি কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত কোনোভাবেই প্রোটিয়াদের হয়ে খেলতে আমার সক্ষমতা ও অনুপ্রেরণাকে প্রভাবিত করবে না। যখনই আমাকে দরকার পড়বে, দেশের হয়ে খেলতে প্রস্তুত থাকব।’
সাউথ আফ্রিকার হয়ে এখনও বৈশ্বিক কোনো শিরোপা জিততে পারেননি শামসি। দলটিকে বৈশ্বিক শিরোপা এনে দেয়াই বড় লক্ষ্য বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। এমনকি স্থানীয় দল টাইটান্সের হয়েও খেলাকে গৌরবের বলে আখ্যা দিয়েছেন এই ক্রিকেটার।
তিনি আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ এনে দেওয়া সব সময়ই আমার স্বপ্ন। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকেই আমার কাছে দেশের হয়ে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে না। আমার সিদ্ধান্তকে টাইটানসও পুরোপুরি সমর্থন জানিয়েছে। যখনই সুযোগ পাব, আমি টাইটানস স্কোয়াডের অংশ হব।’
প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘এই প্রক্রিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে পরামর্শ, সমর্থন ও খোলামেলা আলোচনার জন্য আমি এনোক এনকেওয়ে (বোর্ড পরিচালক), রব ওয়াল্টার (সাদা বলের প্রধান কোচ) ও ডক্টর জ্যাক ফলকে ধন্যবাদ জানাতে চাই।’