promotional_ad

উসমান কাদিরের আকস্মিক অবসর

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের ক্রিকেট অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। দুদিন আগেই দেশটির সীমিত ওভারের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। এবার আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার উসমান কাদির।


তার আরেকটি পরিচয় তিনি পাকিস্তানের কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে অবসরের সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়েছেন উসমান। তিনি পাকিস্তানের হয়ে ২৫ টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।


promotional_ad

টি-টোয়েন্টিতে ৩১টি ও ওয়ানডেতে একটি উইকেট নিয়েছেন তিনি। ফর্মের ধারাবাহিকতা না থাকার কারণে কখনই পাকিস্তান দলে স্থায়ী হতে পারেননি এই স্পিনার। বিদায় বেলায় কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।


অবসরের ঘোষণা দিয়ে উসমান লিখেছেন, ‘আজ, আমি পাকিস্তান ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি এবং এই অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি করছি। সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য একটি বিশাল সম্মানের বিষয়। আমি আমার কোচ এবং সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞ যারা আমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে রয়েছে।’


উসমান আরও লিখেছেন, ‘অবিস্মরণীয় জয় থেকে শুরু করে আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি, প্রতিটি মুহূর্ত আমার কেরিয়ারকে নতুন রূপ দিয়েছে এবং আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ সেই অনুরাগী ভক্তদের কাছে যারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। আপনাদের অটুট সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়।’


বিদায় বেলায় নিজের বাবার অবদানের কথাও স্বীকার করেছেন উসমান। জানিয়েছেন এবার নতুন ভূমিকাতে পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিতে চান তিনি। এমনকি বাবার দেয়া শিক্ষা কাজে লাগাতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই স্পিনার।


তিনি লিখেছেন, ‘এই নতুন অধ্যায়ে পা রেখে, আমি আমার বাবার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাব, ক্রিকেটের প্রতি আমার ভালবাসা এবং তিনি আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা গ্রহণ করব। আমি আমার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং আমরা এক সঙ্গে তৈরি হওয়া সুন্দর স্মৃতি বহন করব। সবকিছুর জন্য বাবা আপনাকে ধন্যবাদ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball