আইপিএলে এক দলে খেলেও স্লেজিং, রুটের কান্ডে বিস্মিত হয়েছিলেন জুরেল
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন ধ্রুব জুরেল। ঋষভ পান্ত দলে ফিরলেও নির্বাচকরা জুরেলকে রেখেছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। এর নেপথ্যে তার সাম্প্রতিক পারফরম্যান্স।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন জুরেল। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ৪৬ রানের লড়াকু ইনিংস। এরপর রাঁচিতে প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯।
আর ধর্মশালায় এক ইনিংসে ব্যাট করে ১৫ রান। এমন পারফরম্যান্সই তার জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করেছে। সম্প্রতি ইংল্যান্ড সিরিজে পাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন জুরেল। জানিয়েছেন আইপিএলের রাজস্থান রয়্যালসের সতীর্থ হয়েও তাকে টেস্ট সিরিজে স্লেজিং করেছিলেন জো রুট।
জুরেল বলেন, ‘আমি দ্বিতীয় দিনের শেষে ৩০ রানে নট-আউট ছিলাম। সেই রাতে আমার ঘুম হয়নি। পরের দিনের জন্য পরিকল্পনা করছিলাম। ভাবছিলাম যে পুরনো বলেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করার চেষ্টা করব নাকি নতুন বলে। আসলে ইংল্যান্ডের দ্বিতীয় নতুন বল নিতে তখনও কয়েক ওভার বাকি ছিল।’
সেই সময় ৩৬ রানে অপরাজিত ছিলেন জুরেল। বোলিং পান্তে ছিলেন জেমস অ্যান্ডারসন। ক্রমাগত তাকে তখন স্লেজিং করে যাচ্ছিলেন অ্যান্ডারসনসহ বাকি ইংলিশ ক্রিকেটাররা। এরপর জো রুটও তাদের সঙ্গে যোগ দেন। এ কারণে বেশ অবাক হয়েছিলেন জুরেল।
তিনি বলেন, ‘দ্বিতীয় নতুন বলে অ্যান্ডারসন বোলিংয়ে ফেরার আগেই আমি ৩৬ রান মতো সংগ্রহ করে নিই। জিমি অত্যন্ত আগ্রাসী ছিল এবং ক্রমাগত স্লেজিং করছিল। অবশ্য ব্রিটিশ উচ্চারণে কী বলছিল, অর্ধেক কথাই আমি বুঝতে পারিনি। পরে বেয়ারস্টো ও জো রুটও স্লেজিং করতে শুরু করে। আমি অবাক হয়ে যাই। কেননা জো রুট আর আমি একসঙ্গে আইপিএল খেলি। আমি ওকে জিজ্ঞাসা করি যে, তুমি কেন আমাকে স্লেজিং করছ? সে বলে যে, আমরা সবাই এখন নিজের নিজের দেশের হয়ে খেলছি।'