ইংল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

রুটের জোড়া শতকে লর্ডসে জয়ের পথে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:01 রবিবার, 01 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারে প্রথমবারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুট। তার জোড়া সেঞ্চুরিতে লর্ডস টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারাতে ইংল্যান্ডের দরকার আট উইকেট। এদিকে ৪৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৩ রান তুলতেই দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দলটির দরকার আরও ৪৩০ রান।

প্রথম ইনিংসে ১৪৩ রান করা রুট দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৩ রানের অনবদ্য ইনিংস। তাতে জোড়া সেঞ্চুরির আক্ষেপ মেটানোর পাশাপাশি স্বদেশী অ্যালিস্টার কুককে ছাড়িয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ সেঞ্চুরির মালিকও হয়ে গেছেন!

ইংল্যান্ড যে শ্রীলঙ্কাকে বিশাল রানের লক্ষ্য দিতে যাচ্ছে, সেটি বোঝা গিয়েছিল দ্বিতীয় দিন শেষেই। তৃতীয় দিন খেলতে নামার আগেই ইংল্যান্ডের লিড ছিল ২৫৬ রানের। তৃতীয় দিনে আরও ৪৮ ওভার ব্যাটিং করে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৫১ রান।

রুটের ১২১ বলে খেলা ইনিংসে ছিল দশটি চারের মার। লর্ডসে এটি রুটের সপ্তম সেঞ্চুরি। ‘হোম অব ক্রিকেটে’ যেকোনো ব্যাটারদের মধ্যে এটি সর্বোচ্চ। এ ছাড়া ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ।

এ দিন অবশ্য সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের অন্য ব্যাটাররা। হ্যারি ব্রুক ৩৬ বলে ৩৭ রান করেন। এ ছাড়া সিরিজের প্রথম টেস্টে ঝলক দেখানো উইকেটরক্ষক জেমি স্মিথ করেন ৩৪ বলে ২৬ রান।

আগের ইনিংসে রুটের সঙ্গের আরেক সেঞ্চুরিয়ান গাস অ্যাটকিনসন করেন ১২ বলে ১৪ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং লাহিরু কুমারা। এ ছাড়া মিলান রত্নায়েকে এবং প্রবাথ জয়সুরিয়া নেন দুটি করে উইকেট।

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ২০ ওভার পর্যন্ত খেলতে পারে শ্রীলঙ্কা। এর মধ্যে অ্যাটকিনসন তুলে নেন ২৫ বলে ১৩ রান করে নিশান মাদুশকাকে। ২৪ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে ফেরান অলি স্টোন। উইকেটে আছেন ৪৮ বলে ২৩ রান করা দিমুথ করুনারত্নে এবং ২৩ বলে তিন রান করা 'নাইটওয়াচম্যান' প্রবাথ জয়াসুরিয়া।