‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে’, বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ভারত বধের প্রত্যাশা করছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও ভারতকে অতো সহজে বাংলাদেশ হারাতে পারবে না বলেই বিশ্বাস অজয় জাদেজার।
সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো করায় বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী থাকবে বলেই মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। যদিও পাকিস্তান আর ভারত যে এক দল নয় সেটাও শান্তবাহিনীকে মনে করিয়ে দিচ্ছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে জাদেজা বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।’
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। সেক্ষেত্রে স্পিনবান্ধব উইকেটেই হতে পারে দুই দলের প্রথম ম্যাচটি। জাদেজা অবশ্য বাংলাদেশের স্পিন খেলার সামর্থ্যের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা বিশ্বাস করবে—যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে, ভারতকেও কেন পারবে না। কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বলেই বিশ্বাস জাদেজার। এক্ষেত্রে গম্ভীরকে নতুন কোনও পরামর্শ দিতে নারাজ জাদেজা।
তিনি বলেন, ‘এটা স্পষ্ট, গম্ভীরের কৌশল আক্রমণাত্মক। ও থাকলে কোনো নিস্তেজ মুহূর্ত থাকবে না, এটা নিশ্চিত। ও নতুন কিছু চেষ্টা করবে। ওর যেটা বিশ্বাস, সে অনুযায়ী কাজ করবে। আশা করছি, ও কারও পরামর্শ নেবে না, কৌশল পরিবর্তন করবে না। কারণ যে কৌশল তোমাকে তৈরি করেছে, সেটাতেই বিশ্বাস ধরে রাখা উচিত। আর এমনিতে ওর উন্নতি চলমান থাকবে।’