ইংল্যান্ড - অস্ট্রেলিয়াসিরিজ

ওয়ানডে থেকেও ছিটকে গেলেন বাটলার, অধিনায়ক ব্রুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:18 রবিবার, 15 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই মাঠের ক্রিকেটের বাইরে আছেন জস বাটলার। বিরতি কাটিয়ে দ্য হান্ড্রেড দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল ইংল্যান্ডের অধিনায়কের। তবে পায়ের পেশির চোটে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলা হয়নি তার। ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরবেন বাটলার।

যদিও পুরোপুরি ফিট না হয়ে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে নিয়েই অবশ্য ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ওয়ানডে সিরিজেও ফেরা হচ্ছে না বাটলারের। ৫০ ওভারের ক্রিকেটের সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে ছিটকে গেলেন তিনি।

বাটলার ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ মিলেছে লিয়াম লিভিংস্টোনের। প্রাথমিকভাবে স্কোয়াডে না থাকলেও টি-টোয়েন্টিতে ভালো খেলে ওয়ানডে দলে জায়গা পেলেন তারকা এই অলরাউন্ডার। অজিদের বিপক্ষে খেলা প্রথম ‍দুই টি-টোয়েন্টিতে ৬ ওভারে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। এ ছাড়া দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে সমতায় ফেরাতে ভূমিকা রেখেছিলেন।

এদিকে বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন মিডল অর্ডার এই ব্যাটার। ইংল্যান্ডের ভবিষ্যত অধিনায়ক হিসেবে ব্রুককে পরিচর্যা করছে ইসিবি। যার অংশ হিসেবে কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে ওলি পোপের সহকারী হিসেবে ছিলেন ব্রুক।

এ ছাড়া সবশেষ দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারকে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। বাটলারের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না পেসার জশ হালের। পাকিস্তান সফরের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইসিবি। টি-টোয়েন্টি শেষে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি এবং জন টার্নার।