promotional_ad

ভারতকে বিদেশের মাটিতেও হারানো কঠিন: সৌরভ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজে আগেই ভারতকে ফেভারিট হিসেবে বিবেচনা করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এবারও নিজের অবস্থান পরিবর্তন করেননি ভারতের সাবেক এই অধিনায়ক। তার মতে ঘরের মাঠ তো বটেই, বিদেশের মাটিতেও ভারতকে হারানো কঠিন।


সদ্য পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশকে সমীহ করছেন সৌরভ, তবে তিনি মনে করেন ভারতে এসে বাংলাদেশের কাজ সহজ হবে না। ভারত আর পাকিস্তান যে একইরকম দল নয় সেটাও মনে করেন সৌরভ।



promotional_ad

ভারতের শক্তিমত্তার কথা উল্লেখ করতে গিয়ে তিনি জানান, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও তাদের হারাতে পারবে রোহিত শর্মার দল। আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও তাই ভারতকে ফেভারিট মানছেন বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।


তিনি বলেন, 'এখানে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।'


'ভারত যে কোনও দেশকে হারাতে পারে। ২০১৯-এও বলেছিলাম ভারত যদি ভালো ব্যাট করে তাহলে অস্ট্রেলিয়ার মতো দলকেও হারানো সম্ভব। কারণ ভারতের হাতে সেই মানের বোলিং বিভাগ রয়েছে যারা ২০টা উইকেট নিতে পারে।'



আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দু’দল। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। টেস্ট সিরিজ শেষে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। এগুলোর ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball