তাড়াহুড়ো করে আবারও ইনজুরিতে পড়তে চাই না: শামি
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
গোঁড়ালির চোটের কারণে গত বছরের অক্টোবর-নভেম্বর থেকে মাঠের বাইরে আছেন মোহাম্মদ শামি। যার ফলে সবশেষ আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। অস্ত্রোপচার শেষে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে থাকা ডানহাতি এই পেসার সুস্থ হওয়ার পথে আছেন। তবে ইনজুরি সারাতে তাড়াহুড়ো করতে চান না তিনি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শামিকে পাওয়ার আশা করছিল ভারতের ম্যানেজমেন্ট। যদিও বাংলাদেশ সিরিজে অনিশ্চিত শামি। সবশেষ ওয়ানডেতে বিশ্বকাপে ২৪ উইকেট নেয়া শামি আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন।
অস্ত্রোপচারের পর গত মাসে বোলিংয়ে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই পেসার। ব্যথা না থাকায় একটু একটু করে বোলিংয়ে ওয়ার্কলোড বাড়ানোর চেষ্টা করছেন তিনি। মূলত তাড়াহুড়ো না করে আরও বেশি পরিপক্ব হয়ে খেলায় ফিরতে চান তিনি।
শামি বলেন, 'দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি। বেশ কিছুদিন ধরেই আমি খেলার বাইরে আছি। নিশ্চিত করতে চাই যে, আমি যখন ফিরব তখন আর কোনো সমস্যা থাকবে না। আমাকে আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে, যাতে আর কোনো সমস্যা না থাকে।'
'আমি যত সুস্থ হয়ে ফিরব ততই আমার জন্য ভালো। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য তাড়াহুড়ো করে আমি আবারও ইনজুরিতে পড়তে চাই না। আমি আবারও বোলিং শুরু করেছি। তবে শতভাগ ফিট হওয়ার আগে আমি কোনো সুযোগ নিচ্ছি না।'
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠের মৌসুম শুরু হচ্ছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলবে তারা। ঘরের মাঠে হওয়া পাঁচটি টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে আরও পাঁচটি টেস্ট খেলবে ভারত।