এলপিএল

সেঞ্চুরিতে জাফনাকে জেতালেন রুশো, তাসকিনের খরুচে বোলিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:35 বুধবার, 10 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

হাই ভোল্টেজ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে জাফনা কিংস। এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন কলম্বোর হয়ে খেলা তাসকিন আহমেদ। ৩ ওভারে ৩৮ রান খরচায় তিনি নিয়েছেন একটি উইকেট। ইনিংসের পঞ্চম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দেন থিসারা পেরেরা।

সেই ওভারে ১৪ রান খরচা করলেও প্রথম বলেই তুলে নিয়েছিলেন পাথুম নিশাঙ্কার উইকেট। তাসকিনের শর্ট লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে বিনুরা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা। 

এরপর রাইলি রুশোর তোপে পড়েন তাসকিন। বাংলাদেশি এই পেসারকে টানা দুই বলে ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় ওভারে এসে তিনি খরচা করেন আরও ১৭ রান। সেই ওভারে দুটি চারের সঙ্গে একটি ছক্কা হজম করেন তাসকিন। ১৮তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন তাসকিন।

তখন জিততে হলে জাফনার প্রয়োজন ছিল ১২ বলে ৬ রান। তাসকিন তিন বলেই ৭ রান খরচ করলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জাফনা। রুশো ৫০ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। আর ৩৫ বলে ৫৮ রানের  করতে নেইনিংস খেলেন আভিষ্কা ফার্নান্দো। আর তাতেই জয়ের স্বাদ পায় জাফনা।

এই ম্যাচে আগে ব্যাটিংমে গ্লেন ফিলিপ্সের ৩২ বলে ৫৮ ও অ্যাঞ্জেলো পেরেরার ৩৪ ও রহমান উল্লাহ গুরবাজের ১১ বলে ২৭ রানে ভর করে ১৮৮ রানের বিশাল পুঁজি পায় কলম্বো। শেষদিকে নেমে ১০ বলে ১ ছক্কা ও ১ চারে ১৫ রানের ইনিংস খেলেন তাসকিন। জাফনার হয়ে ২টি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও আভিষ্কা ফার্নান্দো।

এ ছাড়া প্রমোদ মাদুশান,তাবরাইজ শামসি ও ফিন অ্যালেন নেন একটি করে উইকেট। জাফনা ৬ ম্যাচে এ নিয়ে চার ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। পয়েন্ট টেবিলেও তারা আছে সবার উপরে। ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ হারে তিন নম্বরে আছে কলম্বো।