promotional_ad

শরিফুলের খরুচে বোলিংয়ের দিনে বড় জয় পেল ক্যান্ডি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের তৃতীয় ম্যাচটি ভালো যায়নি টাইগার পেসার শরিফুল ইসলামের। জাফনা কিংসের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৩ ওভারেই খরচ করেছেন ৪৭ রান। অবশ্য এদিন শরিফুলের দল ক্যান্ডি ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে।


আগে ব্যাট করে ক্যান্ডিকে ২২৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল জাফনা। সেই লক্ষ্য হেসে খেলেই পেরিয়ে গেছে দলটি। শুরুতেই আন্দ্রে ফ্লেচারকে হারিয়ে বিপদে পড়েছিল ক্যান্ডি। তবে দ্বিতীয় উইকেটে ৫৮ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দীনেশ চান্দিমাল ও মোহাম্মদ হারিস।


promotional_ad

হারিস ১৮ বলে ২৫ রান করে ফিরে গেলেও চান্দিমাল এদিন ৩৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর কুসাল মেন্ডিসের ৩৬ বলে ৬৫ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৩ বলে ২৯ রানের ইনিংস স্বাচ্ছন্দ্যের জয় পায় ক্যান্ডি। জাফনার হয়ে দুটি উইকেট নেন তাবরাইজ শামসি। আর একটি উইকেট নিয়েছেন প্রমোদ মাদুশান।


এর আগে টস হেরে ম্যাচটিতে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেন নিশাঙ্কা। তার ঝড়ো ব্যাটিংয়ের কারণে ওপেনিং জুটিতে ১০.৩ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ১১২ রান তোলে জাফনা। নিশাঙ্কা ঝড়ো ব্যাটিং করতে থাকলেও অপরপ্রান্তে কিছুটা নিষ্প্রভ ছিলেন কুশল মেন্ডিস।


২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। কুশল ফিরলেও চটজলদি ৫০ রানের জুটি গড়েন নিশাঙ্কা এবং রাইলি রুশো। মাত্র ১৮ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রান করেন রুশো। এরপর দলটিকে দুইশ পার করান নিশাঙ্কা। শরিফুলের তৃতীয় ওভারে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৮তম ওভারে দাসুন শানাকার বলে ফিরে যাওয়ার আগে ৫৯ বলে ১৬টি চার ও চারটি ছক্কায় ১১৯ রানের ইনিংস খেলেন তিনি।


তারপর উইকেট হারাতে থাকে জাফনা। আভিশকা ফার্নান্দো সাত বলে ১৬ এবং ফ্র্যাবিয়েন অ্যালেন পাঁচ বলে অপরাজিত ১০ রান তুলে দলটিকে বিশাল সংগ্রহ এনে দেয়। ক্যান্ডির হয়ে ৪০ রান খরচায় তিন উইকেট নেন শানাকা। দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং রমেশ মেন্ডিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball