promotional_ad

নতুন মালিকানায় এলপিএল খেলবেন মুস্তাফিজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ডাম্বুলা থান্ডার্স। ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করে ড্রাফট থেকে ২৪ সদস্যের দলও সাজায় তারা। ড্রাফটের পরই অবশ্য বিপাকে পড়ে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।


ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে কদিন আগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে আটক করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ একটি বিভাগ। যার ফলে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএল। এই ঘটনার পর থেকেই নতুন মালিকানা খুঁজছিল তারা। অবশেষে বিষয়টি সুরাহা করতে পেরেছে আয়োজকরা।


promotional_ad

টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে লস অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠান সেকুয়া কনসাল্টেন্টের হাতে নতুন মালিকানা দিয়েছে তারা। ১ জুলাই হতে শুরু যাওয়া এলপিএলে ডাম্বুলা সিক্সার্স নামে অংশ নেবে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এলপিএলের আয়োজক আইপিজি গ্রুপ।


নতুন মালিকানার হাতে ফ্র্যাঞ্চাইজি তুলে দিতে পেরে খুশি সামান্থা দোদানওয়েলা। এক বিবৃতিতে এলপিএলের ডিরেক্টর এ প্রসঙ্গে বলেন, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুবই খুশি। ডি সিলভা যেহেতু প্রথম শ্রেণির সাবেক একজন ক্রিকেটার তাই মালিক হিসেবে এটা বাড়তি গুরুত্ব যোগ করবে। সে জাতির ক্রিকেটীয় পালস বুঝে।’


২০২০ সালে এলপিএল চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে ডাম্বুলার নাম। এর আগে ডাম্বুলা জায়ান্টস, ডাম্বুলা ভাইকিংস এবং ডাম্বুলা অরা হিসেবে খেলতে দেখা গেছে। এবারের মৌসুমে অবশ্য ডাম্বুলা থান্ডার্স হিসেবে দেখা যাওয়ার কথা ছিল তাদের। তবে নতুন মালিকানা আসায় এলপিএলে ডাম্বুলা খেলবে ডাম্বুলা সিক্সার্স হিসেবে।


মুস্তাফিজ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপের মতো ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, হাসমতউল্লাহ জাজাই, করিম জানাত ও হায়দার আলীদের। এদিকে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন আহেমদ।


ডাম্বুলা সিক্সার্স- মুস্তাফিজুর রহমান, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, দুশান হেমন্থ, প্রাভিন জয়াবিক্রমা, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনাঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, ইফতিখার আহমেদ, নুয়ান্দো ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রানেশ সিলভা, সোহান ডি লাভারিয়া, হাসমতউল্লাহ জাজাই, করিম জানাত, আসেলা গুনারত্নে, লাহিরু মাদুশকা, রুসান্ডা গামাগে, মিথু জয়াবিক্রমা, আয়ানা সিরিবর্ধনে, সোনাল দিনুশা, হায়দার আলী এবং সান্তুষ গুনাথিলাকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball