promotional_ad

চট্টগ্রামের সাফল্যের কৃতিত্ব ক্রিকেটারদের দিচ্ছেন তুষার ইমরান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৫ ম্যাচের চারটিতে জয় পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হেরেছে মাত্র একটিতে। সবশেষ কয়েক মৌসুমে ভালো করতে না পারলেও এবার দলগত পারফরম্যান্সে উড়ছে তারা। চট্টগ্রামের এমন সাফল্যের জন্য ক্রিকেটারদের সব কৃতিত্ব দিচ্ছেন তুষার ইমরান। দলটির প্রধান কোচ মনে করেন, ক্রিকেটাররা মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করায় তারা সাফল্য পাচ্ছেন।


সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বড় জয়ে এবারের বিপিএল শুরু করেছিল চট্টগ্রাম। তবে পরের ম্যাচেই হোঁচট খায় তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে পেরেই উঠতে পারেনি শুভাগত হোমের দল। যদিও পরের তিন ম্যাচে দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল এবং সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টগ্রাম।



promotional_ad

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন চট্টগ্রামের আভিস্কা ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, নাজিবউল্লাহ জাদরান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপুরা। যে কারণে ক্রিকেটারদেরই কৃতিত্ব দিতে চান তুষার ইমরান। সেই সঙ্গে চট্টগ্রামের প্রধান কোচ জানিয়েছেন, তারা এক ম্যাচ করে এগিয়ে যেতে চান।


এ প্রসঙ্গে তুষার ইমরান বলেন, ‘ভালো করলে আসলেই ভালো লাগে আর আমি কৃতিত্ব দেবো সব খেলোয়াড়কে। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি সেই পরিকল্পনাটা মাঠে বাস্তবায়ন করছে কিন্তু খেলোয়াড়রা। এখন পর্যন্ত চারটি জিতেছি, একটি হেরেছি আমি খুশি। সামনে আরও অনেকগুলো ম্যাচ আছে কিন্তু আমি এক এক করে এগোতে চাচ্ছি।’


বিদেশিদের সঙ্গে দেশিরা পারফর্ম করায় চট্টগ্রামের সাফল্য পাওয়া সহজ হচ্ছে বলে মনে করেন তুষার ইমরান। এবারের বিপিএলে ৫ ম্যাচে ১৩২ রান করেছেন তানজিদ তামিম। একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে জয়ে অবদান রেখেছিলেন দিপু। চট্টগ্রামের প্রধান কোচ মনে করেন, সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারলে দিপু, তামিমরা আরও বড় ক্রিকেটার হবে।



তিনি বলেন, ‘তামিম, দিপু যারা স্থানীয় ক্রিকেটার আছে তারা যদি পারফর্ম না করে তাহলে ফলাফল করা খুব কঠিন। আমি খুশি যে স্থানীয় ‍ক্রিকেটাররাও সাথে পারফর্ম করছে। আরও পারফর্ম করা উচিত বিশেষ করে তামিমকে। ও যদি ওর জায়গাটা বুঝে এবং ওই অনুযায়ী ব্যাটিং করে তাহলে আমি মনে করি দিপু, তামিম আরও বড় ক্রিকেটার হবে। এই দলে তাদের কাছ থেকে আরও ভালো কিছু পাবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball