চেন্নাইয়ের পর এবারে দিল্লী শিবিরে করোনার হানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসের পর আবারে করোনা আঘাত হানলো দিল্লি ক্যাপিটালসের শিবিরে। দলটির সহকারী ফিজিওথেরাপিস্ট আক্রান্ত হয়েছেন মহামারী এই ভাইরাসে।
রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। সেই সঙ্গে এটিও জানানো হয় এই ফিজিও এখন পর্যন্ত কোনও খেলোয়াড়ের সংস্পর্শে আসেননি।

বিবৃতিতে বলা হয়, 'দুবাই পৌঁছনোর পরে কোনো ক্রিকেটারের সংস্পর্শে আসেনি আমাদের ফিজিওথেরাপিস্ট। আমরা আশা করছি, ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন তিনি।'
দুবাই পৌছানোর পর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল এই ফিজিওর। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁকে ১৪ দিনের কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও দুটি করোনা পরীক্ষা করানো হবে তার।
এর আগে কিছুদিন আগে চেন্নাই সুপার কিংসের শিবিরে হানা দিয়েছিলো করোনা। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দলটির দুই ক্রিকেটারসহ ১৩ জন।
আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠছে আইপিএলের চলতি বছরের আসরটি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসরটি।