ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

চিটাগং কিংসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিপন মণ্ডল, ক্রিকফ্রেঞ্জি
ফ্র্যাঞ্চাইজি লিগ

‘বাউন্ডারি বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে’

মাঠে বাড়তি জায়গা থাকার পরও চার-ছক্কা বাড়ানোর আশায় বাউন্ডারি সীমানা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট মাঠ পেয়ে ব্যাটাররা মনে আনন্দে চার-ছক্কার আনন্দে ভেসেছেন। তবে মিরপুরের পর সিলেটেও একই চিত্র দেখে বিষয়টি একেবারেই ভালো লাগে তামিম ইকবালের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসেও বাউন্ডারি সীমানা বড় করার পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের পরামর্শের পর চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারি সীমানা। ফলে ব্যাটারদের দাপট কমেছে আর বেড়েছে বোলারদের আধিপত্য। রিপন মণ্ডল মনে করেন, বাউন্ডারি সীমানা বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে।
১৯ জানুয়ারি ২৫
বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছেন সাজিদ খান
আন্তর্জাতিক

ওয়েস্ট ইন্ডিজকে স্পিন জালে ফাঁসিয়ে মুলতানে পাকিস্তানের জয়

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ৪০ উইকেটের ৩৯টিই নিয়েছিলেন নোমান আলী ও সাজিদ খান। প্রথম টেস্ট হারার পরও তাদের দুজনের স্পিন জাদুতে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে মুলতানে স্পিন জাল বিছিয়ে দেয় স্বাগতিকরা। সাজিদ, নোমান, আবরার আহমেদের স্পিন জালে ফেঁসে প্রথম ইনিংসে ১৩৭ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ১২৩ রানে। মুলতানে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জয় পেয়েছে ১২৭ রানে। দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
১৯ জানুয়ারি ২৫
দারুণ ইনিংস খেলার পথে ডেভিড মালান, ক্রিকফ্রেঞ্জি
ফ্র্যাঞ্চাইজি লিগ

ফাহিম-রিপনের দুর্দান্ত বোলিংয়ের পর মালানের ব্যাটে জিতল বরিশাল

পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
১৯ জানুয়ারি ২৫
সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball