promotional_ad

বিশ্বকাপের পরই চাকরি হারাতে পারেন শাস্ত্রী!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের

২৫ এপ্রিল ২৫
পিএসএল

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই। ফলে এখন থেকেই জল্পনা কল্পনা করা হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শাস্ত্রীর মেয়াদ বাড়াচ্ছে নাকি নতুন কাউকে নিয়োগ দিচ্ছে।


ভারতের অনেক সাবেক ক্রিকেটারই শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার পরামর্শ দিয়েছেন। তবে এটা নির্ভর করছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের ওপর। এই বিশ্ব আসরের শিরোপা জিতলে অনায়াসেই বাড়বে শাস্ত্রীর চাকরির মেয়াদ।


আর না হলে সরিয়ে দেয়া হতে পারে তাকে। ভারতের সাবেক ক্রিকেটার ঋতিন্দার সিং সোধি মনে করেন শাস্ত্রীর ওপর বেশ চাপ রয়েছে। তবে ভারত বিশ্বকাপ জিতলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও ধারণা করছেন তিনি। শাস্ত্রির বিকল্প হিসেবে দ্রাবিড়কেই পছন্দ তার।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতিন্দার বলেন, 'শাস্ত্রীর পারফরম্যান্স ভালো না এটা বলা ভুল হবে। সে বেশ ভালো করেছে কিন্তু এটার মাপকাঠি হলো শিরোপা। যেটা সে জেতাতে প??রেনি। যদি ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তবে শাস্ত্রীকে সরিয়ে দেয়া অসম্ভব হয়ে যাবে।'


আরো পড়ুন

বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে

১৪ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে বেন কারান, ক্রিকফ্রেঞ্জি

ভারতের কোচ হিসেবে শাস্ত্রীর পারফরম্যান্স বেশ ঝকঝকে। তার অধীনেই ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েছিল ভারত। এ ছাড়া কদিন আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছে ভারত। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে শাস্ত্রীর দলের।


যদিও শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮ সালের এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফির মতো টুর্নামেন্টও জিতেছে ভারত। তবুও এই ভারতীয় কোচের জায়গাটা বেশ নড়বরে আইসিসির কোনো শিরোপা জিততে না পারায়। অন্যদিকে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দ্রাবিড়। 


তার অধীনে যুব বিশ্বকাপ জয়ের কৃতিত্ব ভারতের। সম্প্রতি ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দল শুভমন গিলের বদলি হিসেবে দুজন ব্যাটসম্যান চেয়ে মেইল পাঠিয়েছিল বিসিসিআইকে। সেই অনুরোধ রাখেনি বিসিসিআই। এটাকে শাস্ত্রীর জন্য বার্তা বলেই ধরে নিচ্ছেন সোধি।


তিনি বলেন, 'সে দারুণ দায়িত্ব পালন করেছে। সেই সঙ্গে শিরোপাও জিতেছে। আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা সে পূরণ করতে পারবে। অবশেষে রাহুল ভাই শ্রীলঙ্কায় গিয়েছেন কোচ হিসেবে এবং বোর্ড দুজন বাড়তি ব্যাটসম্যানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এটা একটি বার্তা। আমার মনে হয় এটা শাস্ত্রী ভাইয়ের ওপর বাড়তি চাপ তৈরি করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball