promotional_ad

অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়: জ্যোতি

নারী ডিপিএল শুরুর আগে ট্রফি উন্মোচনে ৯ দলের অধিনায়করা, ক্রিকফ্রেঞ্জি
সবশেষ কয়েক বছর ধরে মিরপুরে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে জাতীয় বাইরে আছেন কিংবা শুধুই ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের অবশ্য সেই সুযোগটা নেই একেবারেই। বাংলাদেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হয়ে ওঠা মিরপুরে হয় না মেয়েদের ঘরোয়া ক্রিকেট। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঠিক কবে নাগাদ মিরপুরে লিগের ম্যাচ খেলেছেন সেটা মনে করতে একটু বেগই পেতে হলো জ্যোতিকে।

promotional_ad

ছেলেদের খেলা, স্কুল ক্রিকেট এবং মেয়েদের জাতীয় দলের খেলা নিয়মিত হলেও ঘরোয়ার সূচিতে থাকে না মিরপুরের নাম। নারী ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরের সবগুলো ম্যাচ হয়েছিল বিকেএসপির তিনটি মাঠে। মেয়েদের তিন দলের বিসিএল হয়েছে রাজশাহীতে। তবে লম্বা সময়ের বিরতি শেষে আবারও মিরপুরে ফিরছে নারীদের ঘরোয়া ক্রিকেট। ২০১১ সালে মিরপুরে সবশেষ লিগের ম্যাচ খেলা জ্যোতি ১৪ বছর হোম অব ক্রিকেটে নামবেন মোহামেডানের বিপক্ষে।


আরো পড়ুন

ডটিনের রেকর্ডে বাংলাদেশের বড় হার

২৮ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ২২ বলে হাফ সেঞ্চুরি করা দেওয়ান্দ্রা ডটিন, উইন্ডিজ ক্রিকেট

মিরপুরে মেয়েদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক। ৯ দলের ডিপিএলের প্রথমদিনে বিকেএসপিতে আবাহনী খেলবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এ ছাড়া মোহাম্মদপুরের ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্ট শুরুর আগে ভালো মাঠ না পাওয়ার আক্ষেপ করলেন জ্যোতি। 


শেলটেকের অধিনায়ক বলেন, ‘প্রথমত, কালকে আমরা এখানে (মিরপুর) একটা ম্যাচ খেলতেছি। আমি আমার খেলোয়াড়ি জীবনে আমার কাছে মনে হয় একবারই ম্যাচ খেলছিলাম। সেটাও মনে হয় ২০১১ সালে লিগের ম্যাচ। সেক্ষেত্রে খেলোয়াড়দের জন্য এটা ভালো একটা উদ্যোগ এবং আরও ম্যাচ যেন হয় এটাও আমার আশা থাকবে। মাঠটা দেখেন সূচির সাংঘর্ষিক হওয়ায়... ছেলেদের প্রথম বিভাগ হচ্ছে, অন্যান্য লিগগুলো চলে যার কারণে ওইরকম ভালো মাঠ আমরা পাচ্ছি না। কিন্তু এই স্লটটা না পেলে হয়তবা আমরা বাকি এই টুর্নামেন্টটা খেলতেই পারব না।’



promotional_ad

ছেলেদের ঘরোয়া টুর্নামেন্টের নির্দিষ্ট সূচি থাকলেও মেয়েদের ক্ষেত্রে এমনটা দেখা যায়। মাঠ সংকট ও ঠাসা সূচির কারণে সুযোগ পেলেই মেয়েদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের একমাত্র অবলম্বন ঘরোয়া ক্রিকেট। সেখানে ভালো খেলেই জাতীয় দলের দরজা খোলেন এবং নিজেদের পেট চালান। তবে ধারাবাহিকভাবে টুর্নামেন্ট না হওয়ায় মেয়েদের সঙ্গে অনেকটা অবিচার করা হয় বলে মনে করেন জ্যোতি। 


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৪ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

ম্যাচ না বাড়ালে কিংবা টুর্নামেন্ট নিয়মিত না হলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশার বলে জানান তিনি। জ্যোতি বলেন, ‘অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। কারণ, (জাতীয়) দলের বাইরে যারা থাকেন, তাদের নিজেদের প্রমাণ করার জায়গাই ঘরোয়া লিগ। সেই ঘরোয়া লিগ যদি ধারাবাহিকভাবে না খেলা হয় বা পরিমাণ না বাড়ানো হয়, তাহলে অনেক ক্রিকেটারের জন্য এটা দুঃখজনক হয়।’


সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেদের প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ নারী দল। ক্যারিবীয়দের বিপক্ষে দুটি ওয়ানডে জিততে পারলেই ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে পারতেন জ্যোতিরা। তবে ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপে জায়গা পাওয়া হয়নি তাদের। আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব পেরিয়ে যেতে হবে মেয়েদের। বাছাই পর্বের জন্য ডিপিএলকেই লক্ষ্য বানিয়েছেন জ্যোতিরা। সবাইকে এমনটা বলেও দেয়া হয়েছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক।



জ্যোতি বলেন, ‘সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আছে, এর আগে এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কদিন আগে আমরা চার দিনের একটি ক্যাম্প করেছি। যে ক্রিকেটাররা সেখানে ছিল, বেশির ভাগই বিভিন্ন ক্লাবের ক্রিকেটার। সেখানেও এভাবে সবাইকে বলা হয়েছে যে, এই টুর্নামেন্ট (ঢাকা লিগ) যেন আমরা সেই ভিত্তিতেই খেলি, যেভাবে আমরা নিজেদের দেখতে চাই কোয়ালিফায়ারে। এখানে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটির প্রভাব কোয়ালিফায়ারে পড়বে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball